Thursday, September 12, 2024
HomeবিদেশRussian Rockets Hit on Ukraine Railway Station ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের স্টেশনে রকেট...

Russian Rockets Hit on Ukraine Railway Station ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের স্টেশনে রকেট হামলা রাশিয়ার, মৃত ৩০, আহত শতাধিক

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Russian Rockets Hit on Ukraine Railway Station পূর্ব ইউক্রেনের একটি রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় অন্তত ৩০ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের এক কর্মকর্তা। শুক্রবার ভোরে পূর্ব ইউক্রেনে ক্রামতোর্স্ক শহরের স্টেশনে দুটি শক্তিশালী রকেট হামলা চালায় রাশিয়া বলে অভিযোগ। রাশিয়ার হামলা থেকে বাঁচতে তড়িঘড়ি নিরাপদ স্থানে যাওয়ার জন্য ক্রামাতোর্স্ক স্টেশনে ট্রেন ধরতে এসেছিলেন সাধারণ মানুষ। কিন্তু রুশ রকেট হানায় মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই রকেট হামলাকে ‘অসামরিক নাগরিকদের উপর রাশিয়ার ইচ্ছাকৃত হামলা’ বলে মন্তব্য করেছেন।

এদিকে ক্রামতোর্স্কের মেয়র ওলেক্সান্ডার হনচারেঙ্কো বলেছেন, ‘হামলার সময় প্রায় ৪ হাজার মানুষ স্টেশনে ছিলেন। তারা (রাশিয়ান বাহিনী) স্পষ্ট দেখতে পাচ্ছিল যে তারা খুব ভোরে অসামরিক লোকদের উপর হামলা চালাচ্ছে, সেই সময়ে স্টেশনে পরিবার, শিশু, বয়স্ক হাজার হাজার লোককে সরানোর চেষ্টা করা হচ্ছিল।’ Russian Rockets Hit on Ukraine Railway Station

অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে যে স্টেশনে আঘাত করা ক্ষেপণাস্ত্রগুলি শুধুমাত্র ইউক্রেনের সামরিক বাহিনীই ব্যবহার করেছিল এবং শুক্রবার ক্রামতোর্স্কে রাশিয়ার সশস্ত্র বাহিনীর কোনও লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল না।

Russian Rockets Hit on Ukraine Railway Station

আরও পড়ুন : Pakistan Political Crisis Latest News : ইমরান আজ সন্ধ্যায় পদত্যাগ করতে পারেন; পিটিআই এমপির দাবি- বড় ঘোষণা করতে পারেন ইমরান

আরও পড়ুন : Bomb Threat Through E-Mail at Bengaluru schools ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি বেঙ্গালুরুর একাধিক স্কুলে

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular