সাম্যজিৎ ঘোষ,ইন্ডিয়া নিউজ বাংলা: IPL 2022: PBKS vs GT; মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে শুক্রবার আইপিএলের ম্যাচে মুখোমুখি পাঞ্জাব সুপার কিংস ও গুজরাট টাইটান্স। গুজরাট লিগ টেবলে চার নম্বরে রয়েছে। একধাপ নিচে রয়েছে পাঞ্জাব। দুই দলই দারুণ ছন্দে রয়েছে এই মুহূর্তে।
পাঞ্জাব বেশ কিছু দুর্ধর্ষ ব্যাটার যেমন রয়েছে, বোলিংয়েও কিন্তু সমানভাবে পাল্লা দিচ্ছে পাঞ্জাব। শিখর ধাওয়ান তার চেনা ছন্দে না থাকলেও রান করে দিচ্ছেন। মায়াঙ্ক আগারওয়াল এখনও ছন্দে ফেরেননি। এই ম্যাচে ফিরবেন সেদিকে তাকিয়ে দল। তবে এ মুহুর্তে নজরে লিয়াম লিভিংস্টোন। একার হাতে ব্যাট এবং বল করে এর আগের ম্যাচেই দিল্লিকে হারিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার। এই ম্যাচে লিয়াম লিভিংস্টনের দিকে তাকিয়ে থাকবে কুম্বলের দল।
অন্যদিকে গুজরাট প্রথম দুটি ম্যাচে জয় পেয়ে চমকে দিয়েছে। আশিস নেহরা ও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার যুগলবন্দীতে এখনও পর্যন্ত দারুণ ছন্দে দল। মহম্মদ সামি দুর্দান্ত বোলিং করে দলকে নির্ভরতা দিচ্ছেন। অন্যদিকে শুভমন গিল আগের ম্যাচেই দুরন্ত খেলে তার ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
একটি উত্তেজক ম্যাচে চলেছে টেবলের উপরের দিকে দুই দলের মধ্যে।
Published by Samyajit Ghosh