Thursday, May 9, 2024
HomeবিদেশCorona Situation in Shanghai City of China সাংহাইতে জাঁকিয়ে বসছে করোনা মহামারী,...

Corona Situation in Shanghai City of China সাংহাইতে জাঁকিয়ে বসছে করোনা মহামারী, ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Corona Situation in Shanghai City of China সাংহাইতে ক্রমাগত জাঁকিয়ে বসছে করোনা মহামারী। ২০১৯-এ উহানে ভাইরাসটি শুরু হওয়ার পর সবচেয়ে খারাপ অবস্থার দিকে যাচ্ছে সাংহাই। রবিবার প্রায় ২৫ হাজার মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে কোভিড-১৯ মহামারীতে। এদিকে চিনের সবচেয়ে জনবহুল এই শহরের বাসিন্দারা খাদ্য ও মৌলিক সরবরাহ নিয়ে ইতিমধ্যেই অভিযোগ তুলতে শুরু করেছে। ‘জিরো টলারেন্স’ নীতির ফলে সাংহাইয়ের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে, কারণ তাঁরা খাদ্য ও ওষুধের ক্রমাগত ঘাটতির মুখোমুখি হচ্ছে। অনেকে লকডাউনের কারণে ওষুধ বা হাসপাতালের চিকিৎসার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।

করোনা অতিমারীতে লক-ডাউনে ‘জিরো টলারেন্স’ নীতির অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ২৬ মিলিয়ন নাগরিকের ওপর। কেবলমাত্র স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, ডেলিভারি বয় বা বিশেষ অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করার জন্য সমস্ত কোভিড পজিটিভ রোগীদের পরীক্ষা, পর্যালোচনা এবং কেন্দ্রীয়ভাবে পৃথকীকরণ করা হয়েছে। Corona Situation in Shanghai City of China

‘জিরো টলারেন্স’ নীতির ফলে খাদ্য এবং অন্যান্য জিনিসপত্রের চাহিদা যাতে না হয় তার জন্য ই-কমার্স জায়ান্ট JD.com এবং ফুড ডেলিভারি সার্ভিস Ele.me-এর কর্মীরা শহরে পরিষেবা প্রদান করছে। JD.com ভাইস প্রেসিডেন্ট ওয়াং ওয়েনবো বলেছেন যে, মৌলিক খাদ্য সামগ্রী এবং শিশুর যত্নের আইটেমগুলিতে ফোকাস করা হয়েছে। অপরদিকে Ele.me সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়াও শুইক্সিয়ান বলেছেন যে, তাঁর কোম্পানি গত সপ্তাহে আরও ২ হাজার ৮০০ ডেলিভারি কর্মী নিয়ে এসেছে পরিষেবায় গতি আনার জন্য।

Corona Situation in Shanghai City of China

আরও পড়ুন : Omicron XE Variant : করোনার নতুন বিপদ কড়া নাড়ছে, WHO জানিয়েছে – XE ভেরিয়েন্ট ওমিক্রণের চেয়ে এর চেয়ে ৪৩ শতাংশ দ্রুত ছড়িয়ে পড়ে

আরও পড়ুন : PM Kisan Samman Nidhi কৃষকরা যত শক্তিশালী হবে, তত বেশি সমৃদ্ধ হবে নতুন ভারত : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular