Thursday, September 12, 2024
HomeখেলাINDIAN CRICKETIPL 2022: Rohit Sharma worst record আইপিএলে লজ্জার রেকর্ডের পর ফ্যানদের জন্য...

IPL 2022: Rohit Sharma worst record আইপিএলে লজ্জার রেকর্ডের পর ফ্যানদের জন্য গর্বিত রোহিত শর্মা

সাম‍্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা; IPL 2022: Rohit Sharma worst record;  আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফলতম দল আর রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের  আইপিএল ১৫তম মরশুম এখনও পর্যন্ত দুঃস্বপ্নের মতোই কেটেছে। দল এখনও পর্যন্ত খেলা ৮টি ম্যাচেই হারের মুখ দেখেছে। চলতি মরশুমে ধারাবাহিক ৮টি ম্যাচে হারের পর অধিনায়ক রোহিত শর্মার নামে একটি লজ্জাজনক রেকর্ড  হয়েছে। কিছু সমর্থক এর ফলে রোহিতের তুলনা পাকিস্থানের দলের বর্তমান অধিনায়ক বাবর আজমের সঙ্গেও করেছেন।

পরপর লজ্জার হারে হতাশ অধিনায়ক রোহিত শর্মা

হারের পর রোহিত শর্মা হতাশ হলেও, দলের ফ্যানদের জন্য গর্বিত।

রবিবার লখনউয়ের বিরুদ্ধে পাওয়া ৩৬ রানের বড় হারের পর মুম্বাই এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে অষ্টম হারের মুখ দেখেছে। এই হারের ফলে মুম্বাইয়ের একটি ভীষণই লজ্জাজনক রেকর্ড। যা এর আগে আইপিএলের ইতিহাসে কোনও দলের নেই। আসলে মুম্বাই ইন্ডীয়ান্স আইপিএলের ইতিহাসের প্রথম দল যারা শুরুর ৮টি ম্যাচে হারের মুখ দেখেছে। এর সঙ্গেই এই নিয়ে ষষ্ঠবার মুম্বাইয়ের দল প্লে অফে জায়গা করে নিতে ব‍্যর্থ হয়েছে। এর আগে তারা ২০০৮, ২০০৯, ২০১৬, ২০১৮ আর ২০২১ এ প্লে অফে জায়গা করে নিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস।

গভীর আলোচনায় মগ্ন মুম্বাইয়ের থিঙ্ক ট‍্যাঙ্ক রোহিত, জয়বর্ধনে ও শচীন

Published by Samyajit Ghosh

আরো পড়ুন: IPL 2022: Rahul fined again আইপিএলে এতবার জরিমানা, বিপদে রাহুল

IPL 2022: PBSK vs CSK আইপিএলে বেঁচে থাকার লড়াইয়ে পাঞ্জাবের সামনে ধোনি বাহিনী

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular