Saturday, July 27, 2024
HomeখেলাINDIAN CRICKETBCCI president Sourav Ganguly tests positive for coronavirus করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়,...

BCCI president Sourav Ganguly tests positive for coronavirus করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, নেগেটিভ রিপোর্ট ডোনা-সানার

শুভাশিস মণ্ডল, ইন্ডিয়া নিউজ বাংলা : করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়কের এই খবরে উদ্বেগে ক্রীড়ামহল। সোমবার রাতেই অসুস্থতার কারণে মহারাজকে দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে করোনা আক্রান্তের খবর মিলেছে হাসপাতাল থেকে। তবে স্ত্রী ডোনা এবং কন্যা সানার রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সৌরভের ভাইরাল লোড ১৯.৫। চিকিত্‍সকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন সৌরভ।

করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় (BCCI president Sourav Ganguly tests positive for coronavirus)

আরও পড়ুন : Royal Bengal Tiger was caught in Kultali  ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার, কুলতলিতে ৬ দিনের আতঙ্কের যবনিকা পতন

সূত্রের খবর, কয়েকদিন ধরে হালকা সর্দি কাশিতে ভুগছিলেন সৌরভ। সোমবার সকালেই অসুস্থতা অনুভব করায় বাতিত করে দেওয়া হয় তাঁর একাধিক টেলিভিশন শোয়ের শুটিং। এরপর করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে। ওমিক্রন আতঙ্কে কোনওরকম ঝুঁকি না নিয়ে দ্বিতীয়বার ফের টেস্ট করা হলে আবারও ধরা পজিটিভ ধরা পড়ে তাঁর। এরপর তড়িঘড়ি দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন ভারতীয় অধিনায়ককে।

আরও পড়ুন : Sourav Ganguly stable, Monoclonal Antibody Therapy done সৌরভ স্থিতিশীল, হয়েছে মোনোক্লোনাল অ্যন্টিবডি টেস্ট, ৫ সদস্যের মেডিক্যাল টিম

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular