Saturday, July 27, 2024
HomeখেলাAmul Doodle বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেনের জয় নিয়ে...

Amul Doodle বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেনের জয় নিয়ে ডুডল

ইন্ডিয়া নিউজ বাংলা : Amul Doodle সম্প্রতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships) ঐতিহাসিক জয় দেখেছে ভারত। কিদাম্বি শ্রীকান্ত (Srikanth Kidambi) এবং লক্ষ্য সেন (Lakshya Sen) এই ক্রীড়া বিভাগে মর্যাদার সঙ্গে লড়ে যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জেতেন। সারা বিশ্বের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নদের মধ্যে এটি কঠিন প্রতিযোগিতা ছিল। আর এই দুই শাটলারের অভাবনীয় সাফল্যে গোটা দেশ চুপচাপ বসে থাকবে তা তো আর হয় না। সোশ্যাল মিডিয়াজুড়ে অভিনন্দন বার্তায় প্লাবিত হয়েছেন এই দুই ভারতীয় শাটলার।

Amul Doodle বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেনের জয় নিয়ে ডুডল

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কিদাম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেনের দুরন্ত জয়কে স্বীকৃতি দিয়ে এবার ডুডলের মাধ্যমে উদযাপন করল আমুল। সাম্প্রতিক নানান ঘটনাবলী নিয়ে ডুডলগুলির জন্য পরিচিত দুনিয়াজুড়ে পরিচিত আমুল। কিদাম্বি এবং লক্ষ্যর দুরন্ত জয়ে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছে তারা। এবার মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে কিদাম্বিকে নিয়ে একটি ডুডল শেয়ার করেছে আমুল। ডুডুলে দেখা যাচ্ছে ব্যঙ্গচিত্রে কিদাম্বি রুপোর পদক বহন করছে আর রুটি-মাখন উপভোগ করছে।

পোস্টারে লেখা ছিল, ‘কদম, কিদাম্বি বাধাই জা! সবার লক্ষ্যে আমুল!’। আর পোস্টটির ক্যাপশন ছিল, ‘#AmulTopics: ভারতীয় পুরুষরা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে!’

এদিকে, চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে আর সন্তুষ্ট নন লক্ষ্য সেন। পিটিআই-কে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট হয়েছে এবং আপনি যখন খুব সামনে থাকেন তখন এমন হার সহ্য করা কঠিন। আমি অন্তত ব্রোঞ্জ পেয়েছি, কিন্তু খুশি নই আমি। সেমিফাইনালের পারফরম্যান্সে আমি খুব একটা সন্তুষ্ট নই। আমি এর থেকে অনেক ভালো ম্যাচ খেলেছি। বেশ কিছু কঠিন প্রতিপক্ষের মোকাবিলাও করেছি। এমনকী সেমিফাইনালেও দুরন্ত ম্যাচ ছিল এটা। ম্যাচের ফল যে কোনও একজনের দিকে যেতে পারত। মেডেল এমন কিছু যা অপেক্ষা করার জন্য। সামনের বার আমি সোনার জন্য যাব।’

——————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular