Thursday, September 12, 2024
HomeদেশRussia suspended from UN Human Rights Council ইউক্রেনে নৃশংস হত্যালীলার জের! রাষ্ট্রসংঘের...

Russia suspended from UN Human Rights Council ইউক্রেনে নৃশংস হত্যালীলার জের! রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ থেকে সাসপেন্ড রাশিয়া

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Russia suspended from UN Human Rights Council ইউক্রেনের বুচায় নৃশংস হত্যালীলায় রাশিয়ার ভূমিকা নিয়ে অসন্তুষ্ট রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ বা ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি। এবার মানবাধিকার পরিষদ থেকে সাসপেন্ড হল রাশিয়া। সাসপেনশনের পক্ষে ভোট পড়ল ৯৩টি দেশের। আর চিন-সহ মোট ২৪টি দেশ সাসপেনশন-প্রস্তাবের বিপক্ষে ভোট দিল। ভোটদানে বিরত থাকল ৫৮টি দেশ। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় ছিল ভারতও। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি রাশিয়ার বিরুদ্ধে ভোটদানের প্রক্রিয়ায় বিরত থাকার খবর নিশ্চিত করেছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি খুবই অসন্তুষ্ট। বুচা বা কিয়েভে একাধিক জায়গায় গণহত্যার তীব্র নিন্দা করেছে মানবাধিকার পরিষদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, যুদ্ধের এই নৃশংসতার মাত্রার জন্য দায়ী রুশ প্রেসিডেন্ট পুতিন। রুশ সেনার আক্রমণেই সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। শহরের একাধিক গণকবর তারই প্রমাণ। Russia suspended from UN Human Rights Council

এদিকে পুতিন বাহিনীর একের পর এক হামলায় কিয়েভ, বুচা, মারিউপোল, সুমি, খারকিভের মতো শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের উপর হামলার জেরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির পাশাপাশি কূটনৈতিকভাবে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি। এবার রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে সাসপেন্ড হওয়ায় চাপে পড়ল ভ্লাদিমির পুতিনের রাশিয়া, তা আর বলার অপেক্ষা রাখে না।

Russia suspended from UN Human Rights Council

আরও পড়ুন : Assam CM Himanta Biswa Sarma’s Order পার্সোনাল সিকিউরিটি অফিসার্স ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

আরও পড়ুন : Pak PM Imran Khan no-trust vote ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ, ভেঙে দেওয়া হল পাক ন্যাশনাল অ্যাসেম্বলি

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular