Saturday, December 7, 2024
HomeবিনোদনFILMSNusrat Jahan Bikini look হলুদ বিকিনিতে লাস্যময়ী নুসরত

Nusrat Jahan Bikini look হলুদ বিকিনিতে লাস্যময়ী নুসরত

প্রাচী, মুম্বই, ইন্ডিয়া নিউজ বাংলা, Nusrat Jahan  Bikini look বিতর্ক, সমালোচনা, কটাক্ষ এবং নুসরত জাহান, একে অপরের সমর্থক। কিন্তু সব কিছুকে থোড়াই কেয়ার, নিজের মত চলতেই ভালোবাসেন ঈশানের মা।

টলিপাড়ার সবচেয়ে চর্চিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান Nusrat Jahan  Bikini look

২০২১-এর শেষে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন টলিপাড়ার সবচেয়ে চর্চিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। বুধবার গোয়ায় ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন নুসরত জাহান। এবং ছবির ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘ আমাকে ফিরিয়ে নিয়ে চলো’। হলুদ বিকিনির উপর নেটের ফুল স্লিভ স্রাগ, সঙ্গে মানানসই সানগ্লাসে ‘পারফেক্ট বীচ লুকে’ নুসরত।

নিজের শর্তে জীবন চালানোর পক্ষপাতী নুসরত Nusrat Jahan  Bikini look

ব্যাবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, অন্তঃসত্ত্বা থেকে গোপন বিয়ে কোন কিছুতেই যায় আসেনা নুসরতের। বরাবরই নিজের শর্তে জীবন চালানোর পক্ষপাতী তিনি। তাইতো হাজার বিতর্ক, কুমন্তব্য থাকলেও নিত্য নতুন ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলতে পারদর্শী বসিরহাটের সাংসদ।

আরও পড়ুন : Sridevi Death Anniversary ‘শ্রী’হীন বলিউড, চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ ‘হাওয়া হাওয়াই গার্ল’কে

আরও পড়ুন : Virat Kohli শ্যুটিংয়ে ব্যস্ত বিরাট, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

___

Published by Julekha Nasrin

 

 

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular