Tuesday, November 12, 2024
HomeবিনোদনSara Tendulkar to make Bollywood debut soon; বলিউডে পা রাখছেন সচিন-কন্যা?

Sara Tendulkar to make Bollywood debut soon; বলিউডে পা রাখছেন সচিন-কন্যা?

ইন্ডিয়া নিউজ বাংলা

Sara Tendulkar to make Bollywood debut soon

কলকাতা; বাবা ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকার। মা অঞ্জলি টেন্ডুলকার ব্যস্ত ডাক্তার। ভাই অর্জুন টেন্ডুলকার বাবার রাস্তা ধরেছেন। কিন্তু কন্যা পা রাখতে চলেছেন ঝাঁ-চকচকে বলিউড দুনিয়ায়।

Sara Tendulkar to make Bollywood debut soon

একটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, খুব শিগগিরই নাকি বলিউডে পা রাখতে চলেছেন সারা। তাঁর প্রথম ছবির তোড়জোড়ও তুঙ্গে। অভিনয়ে বরাবরই ঝোঁক সচিন-কন্যার। পেশাদার অভিনয়ের পাঠ নিয়েছেন ইতিমধ্যেই। কাজ করেছেন কিছু বিজ্ঞাপনেও। তেমনই দাবি করা হয়েছে সেই রিপোর্টে।

Sara Tendulkar to make Bollywood debut soon

এমনিতে মা অঞ্জলি তেন্ডুলকরের পথে হেঁটে লন্ডনে মেডিসিনের পাঠ শেষ করলেও গ্ল্যামার দুনিয়াতেই নাকি কেরিয়ার গড়ার সাধ এই তারকা-কন্যারও। অভিনয় দক্ষতায় তিনি অনেককেই তাক লাগিয়ে দিতে পারেন, তেমনই বলছে ওই রিপোর্ট।

Sara Tendulkar to make Bollywood debut soon

টেন্ডুলকারকন্যা সারা’র বলিউডে পা রাখা নিয়ে কথা হয়েছিল আগেও। শোনা গিয়েছিল, শাহিদ কাপুরের বিপরীতে বড় পর্দায় অভিষেক হবে সচিন-অঞ্জলির মেয়ের। তবে সেবার বাবা সচিনই জল ঢেলেছিলেন যাবতীয় জল্পনায়। বলেছিলেন, সারা তার পড়াশোনা নিয়েই ব্যস্ত, সে এখন এটাই উপভোগ করছে। বলিউডে তার আসার খবর একেবারে ভিত্তিহীন।

Sara Tendulkar to make Bollywood debut soon

বলিউডে আত্মপ্রকাশ করেননি ঠিকই। কিন্তু তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে ছবি দিয়ে আকচারই চর্চায় উঠে আসেন সচিনের ২৪ বছর বয়সী কন্যা। ইতোপূর্বে আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড সেল্ফ প্রোটেইট-এর বিজ্ঞাপনে কাজ করেছেন সারা। সুতরাং বিনোদন জগতে তার আগমনের খবরটি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

Sara Tendulkar to make Bollywood debut soon

আরও পড়ুন; Happy Birthday Arijit Singh; ৩৫-এ পা দিলেন মেলোডি কিং

আরও পড়ুন; Akshay Kumar issues apology to fans; ক্ষমা চেয়ে সরে গেলেন অক্ষয় কুমার

Publish By Abanti Roy

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular