Saturday, July 27, 2024
HomekolkataKolkata Mayor কলকাতার মেয়র ২৮শে

Kolkata Mayor কলকাতার মেয়র ২৮শে

 

Kolkata Mayor কলকাতার মেয়র ২৮শে

ইন্ডিয়া নিউজ বাংলা,কলকাতা: আগামী পাঁচ বছর কলকাতার দ্বায়িত্ব ফিরহাদ হাকিমের হাতেই তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ ডিসেম্বর দ্বিতীয় বারের জন্য কলকাতার মহানাগরিক হিসাবে শপথ নেবেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) হাজরার মহারাষ্ট্র নিবাস হলে কলকাতার নতুন মেয়রের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কলকাতা পুরসভার মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করেন। ডেপুটি মেয়র করা হয় অতীন ঘোষকে। কলকাতা পুরসভার চেয়ারপার্সন হয়েছেন মালা রায়।  ১৩ জন মেয়র পরিষদের সদস্য হলেন।

Kolkata Mayor২০১৮তে প্রথম বার মেয়র

শোভন চট্টোপাধ্যায় মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরে ২০১৮ সালের ডিসেম্বর মাসে মেয়র করা হয়েছিল ফিরহাদ হাকিমকে।  রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ঘাসফুল শিবিরে ‘মিস্টার ডিপেন্ডবল’ বলে পরিচিত ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর নির্দেশে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানেও সাড়া ফেলেছিলেন ফিরহাদ। সূত্রের খবর ২১ ডিসেম্বর ভোট গননার দিন যখন  বিপুল ভোটে জয়ের পথে এগোচ্ছে তৃণমূল তখনই বিশ্বস্ত রাজনৈতিক সঙ্গী ফিরহাদ হাকিমকে ডেকে পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেদিনই নির্ধারিত হয়েছিল ফিরহাদের ভাগ্য। কলকাতার মেয়র হিসাবে মনোনীত হওয়ার পরে ববি হাকিম বলেন, ‘আমৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের মর্যাদা রাখবেন তিনি।‘

দুই দফায় হবে মেয়র সহ কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান। শুক্রবার(২৪ ডিসেম্বর) শপথ নেন নবনির্বাচিত কাউন্সিলররা।২৮ ডিসেম্বর (মঙ্গলবার) শপথ নেবেন মেয়রসহ বাকি পারিসদরা।

 

 

 

 

 

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular