Saturday, July 27, 2024
Homeওয়েস্ট বেঙ্গলTiger pug marks fear In Sunderbans Kultali বাঘের পায়ের ছাপ, আতঙ্কে...

Tiger pug marks fear In Sunderbans Kultali বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসীরা

Tiger pug marks fear In Sunderbans Kultali  বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসীরা

শম্ভূনাথ মণ্ডল, ইণ্ডিয়া বাংলা, দঃ২৪ পরগনাঃ  আবার, সুন্দরবনের কুলতলি ব্লকে বাঘের আতঙ্ক। কয়েক সপ্তাহ আগেই কুলতলির ভুবনেশ্বরী এলাকার লোকালয় থেকে একটি বাঘকে খাঁচাবন্দি করে বন দফতর। এবার, কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গায়েনের চক এলাকার মাতলা নদীর চরে ও নদীবাঁধ সংলগ্ন জঙ্গলে মৎসজীবিরা বাঘের পায়ের ছাপ দেখতে পায়।  আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।  খবর দেওয়া হয় পুলিশ ও বনদপ্তরকে।  ঘটনাস্তলে পৌঁছয় বনদপ্তর ও পুলিশ। বন দফতর গ্রামে বাঘের খোঁজে তল্লাশি চালালেও বাঘের দেখা মেলেনি। এলাকায় রাত পাহারার ব্যবস্থা করা হয়েছে।

 

এলাকায় মাইকিং করে গ্রামবাসীদের সতর্কবার্তা দেওয়া এবং আশ্বস্ত করা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে,  বাঘ না অন্য কোনো পশু খতিয়ে দেখছে পুলিশ ও বনদপ্তরের অধিকারীকরা।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular