Sunday, May 19, 2024
HomeবিদেশUkraine Russia War ইউক্রেনে শুরু হল রাশিয়ার সেনা অভিযান, আকাশে ঘনীভূত যুদ্ধের...

Ukraine Russia War ইউক্রেনে শুরু হল রাশিয়ার সেনা অভিযান, আকাশে ঘনীভূত যুদ্ধের কালো মেঘ

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা, Ukraine Russia War কিছুটা চমকে দিয়ে আজ ( বৃহস্পতিবার) সকালে টেলিভিশন বার্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেখান তিনি ঘোষণা করেন, ‘আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি’। ফলে ইউরোপের আকাশে যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত ।

ইউক্রেনে জরুরি অবস্থা ঘোষণা Ukraine Russia War 

ইউক্রেনের শুরু হল রাশিয়ার সেনা অভিযান। সূত্রের খবর, ইতিমধ্যে ডনবাস এলাকায় সামরিক অভিযান শুরু করেছে রুশ সেনা। ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। জায়গায় জায়গায় চলছে মিসাইল হামলা। ইউক্রেনের সমস্ত বিমান পরিষেবাও বাতিল করে দেওয়া হয়েছে। বিপর্যস্ত ইন্টারনেট পরিষেবা। ইউক্রেনে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এই আগ্ৰাসনের বিরুদ্ধে রুশ জনতাকে রুখে দাঁড়ানোর আবেদন ইউক্রেনের প্রেসিডেন্টের Ukraine Russia War 

রাশিয়ার এই আগ্ৰাসনের বিরুদ্ধে রুশ জনতাকে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন‌স্কি। জাতির উদ্দেশে এক বার্তায় তিনি বলেন, ‘ইউরোপে একটা বিরাট যুদ্ধ শুরু করতে চলেছে রাশিয়া। রুশ জনতার কাছে আবেদন, আপনারা এই নিষ্ঠুর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান।’

আরও পড়ুন : India’s Situation of War in Russia Ukraine ইউক্রেন – রাশিয়ার উদ্বেগজনক পরিস্থিতিতে ‘ বন্ধু’ ভারতের অবস্থান ভাবাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের

___

Published by Julekha Nasrin

 

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular