Monday, May 20, 2024
HomeবিদেশSri Lanka In 36-hour Nationwide Curfew প্রবল জনবিক্ষোভের জের! শ্রীলঙ্কাজুড়ে ৩৬ ঘণ্টার...

Sri Lanka In 36-hour Nationwide Curfew প্রবল জনবিক্ষোভের জের! শ্রীলঙ্কাজুড়ে ৩৬ ঘণ্টার কারফিউ ঘোষণা

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Sri Lanka In 36-hour Nationwide Curfew দেশজুড়ে প্রবল জনবিক্ষোভের জের। শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত শ্রীলঙ্কাজুড়ে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করল শ্রীলঙ্কা সরকার। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টা ও পরিবারের বিরুদ্ধ দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ প্রশমনের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা যাচ্ছে জরুরি অবস্থায় সেনা মোতায়েন করে গ্রেফতার এবং আটক, সম্পত্তির দখল নেওয়ার পাশাপাশি যে কোনও জায়গায় তল্লাশি করতে পারার অনুমোদন দেওয়া হয়েছে সেনা বাহিনীকে।

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় জ্বালানি, খাদ্য এবং ওষুধের ক্রমবর্ধমান ঘাটতির জন্য প্রেসিডেন্ট রাজাপক্ষকে দোষী সাব্যস্ত করে দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। ‘চোর, চোর, গোতা চোর’ বলে প্রেসিডেন্টের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ জনতা। সশস্ত্র নিরাপত্তা কর্মীরা থামানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জ্বালিয়ে দেওয়া হয় একটি বাস। ভাঙচুর চালানো হয় বিস্তীর্ণ এলাকায়।

Sri Lanka In 36-hour Nationwide Curfew

আরও পড়ুন : Indo-Nepal Cooperation যৌথভাবে ভারত-নেপালের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular