Monday, May 20, 2024
HomeদেশIndo-Nepal Cooperation যৌথভাবে ভারত-নেপালের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা

Indo-Nepal Cooperation যৌথভাবে ভারত-নেপালের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Indo-Nepal Cooperation যৌথভাবে দুই প্রতিবেশী দেশ ভারত-নেপালের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা হল আজ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা বিহারের জয়নগর থেকে নেপালের কুর্থা পর্যন্ত ৩৫ কিলোমিটার দীর্ঘ আন্তঃসীমান্ত ট্রেন পরিষেবার সূচনা করলেন। এছাড়াও উভয় দেশে RuPay ডিজিটাল পেমেন্ট অ্যাপ্লিকেশন ব্যবস্থাও চালু হল এদিন। পাশাপাশি ভারত সরকারের সহযোগিতায় নেপালের সোলু করিডোরে ১৩২ কেভি পাওয়ার ট্রান্সমিশন লাইন এবং সাবস্টেশনেরও উদ্বোধন হল।

নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই শের বাহাদুর দেউবার প্রথম বিদেশ সফর। তিন দিনের ভারত সফরে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হায়দরাবাদ হাউসে সাক্ষাৎ করেন দেউবা। এর আগে গত বছর গ্লাসগোতে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি এবং দেউবার বৈঠক হয়েছিল। ভাইব্রেন্ট গুজরাত সম্মেলনের জন্য চলতি বছরের শুরুতে দেউবার ভারত সফরের কথা থাকলেও মহামারীর কারণে সেই অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। এদিন বৈঠকের আগে রাজঘাটে মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেপালের প্রধানমন্ত্রী। Indo-Nepal Cooperation

জয়নগর-কুর্থা আন্তঃসীমান্ত রেল যোগাযোগটি নেপালের প্রথম আধুনিক রেল পরিষেবা। ডেমু (DEMU) ট্রেনটি পাঁচটি কোচ নিয়ে চলাচল করবে। ২০২০ সালে কনকন রেল কর্পোরেশন লিমিটেড শীততাপ নিয়ন্ত্রিত ১৬০০ হর্সপাওয়ারের ডেমু যাত্রীবাহী রেকের দুটি সেট সরবরাহ করেছিল নেপালকে।

Indo-Nepal Cooperation

আরও পড়ুন : India-Australia Economic Cooperation and Trade Agreement মোদি-মরিসনের ভার্চুয়াল উপস্থিতিতে ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তি সম্পাদিত

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular