Saturday, December 7, 2024
HomeবিদেশFire in Osaka,27 dead ওসাকায় বহুতলে আগুন,ঝলসে মৃত ২৭

Fire in Osaka,27 dead ওসাকায় বহুতলে আগুন,ঝলসে মৃত ২৭

জাপান,ইন্ডিয়া নিউজ

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড জাপানের ওসাকায়। আগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন ১০ জন মহিলা। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ২০মিনিট নাগাদ ওসাকা স্টেডিয়ামের পাশে আট তলা বিল্ডিং-এ আগুন লাগে। আগুূন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭০টি ইঞ্জিন।

 বহুতলে আগুন  (Fire in Osaka)

ওসাকা শহরের কর্মব্যাস্ত এলাকা কিতাশিনতি রেলস্টেশন। সেখানেই আট তলা একটি বহুতলে আগুনের লেলিহান শিখা দেখতে পান পথচলতি সাধারণ মানুষ। আট তলা বিল্ডিং-টির পাঁচ তলা আগুনের উতসস্থল বলে অনুমান দমকলকর্মীদের। এই বহুতলের চার তলায় একটি মানসিক হাসপাতাল রয়েছে। সেখানেই আগুন লাগে বলে প্রথমিক অনুমান স্থানীয়দের।

২৭ জনের মৃত্যু (Fire in Osaka)

আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে । আতঙ্কে চারিদিকে ছোটাছুটি করতে থাকেন সকলে।যুদ্ধকালীন তত্পরতায় দমকলকর্মীরা আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বিল্ডিং-এর ভিতর থেকে ২৮ জনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। তাঁদের মধ্যে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মূলত হৃদযন্ত্র ও শ্বাস-প্রশ্বাস বন্ধ (Cardiopulmonary Arrest) হয়েই ২৭ জনের হয়েছে বলে প্রাথমিক অনুমান স্বাস্থ্যকর্মীদের।

বহুতলে রয়েছে একটি স্কুল (Fire in Osaka)

আগুনের কারণে কালো ধোঁওয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় সূত্রে খবর, ওই বহুতলে একটি স্কুলও রয়েছে।সেই স্কুলের জানালা  থেকে সাহায্যের জন্য এক মহিলাকে চিতকার করতে দেখেন স্থানীয়রা।ইচ্ছাকৃতভাবে কেউ আগুন লাগিয়েছে কিনা খতিয়ে দেখছে জাপান পুলিশ।

লেভেল থ্রি স্টেজের আগুন (Fire in Osaka) 

দমকলের তরফে আগুন লাগার ঘটনাকে লেভেল থ্রি স্টেজ বলা হচ্ছে। এই বহুতলে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওসাকা শহরের আনেকটা জায়গা কালো ধোঁয়ায় ঢেকে যায়। পাশাপাশি ঘিঞ্জি এবং অপ্রশস্ত এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়। আগুনে বহুতলটির প্রায় ২১৫ বর্গফুট এলাকা পুড়ে গিয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular