Thursday, September 12, 2024
HomeখেলাINDIAN CRICKETBCCI HAS ENOUGH PROOF, MAY TAKE DISCIPLINARY ACTION AGAINST KOHLI, বিরাট কেহলিকে...

BCCI HAS ENOUGH PROOF, MAY TAKE DISCIPLINARY ACTION AGAINST KOHLI, বিরাট কেহলিকে শোকজ করার প্রবল সম্ভাবনা, বিসিসিআই সূত্রে খবর

বিরাট কেহলিকে শোকজ করার প্রবল সম্ভাবনা, বিসিসিআই সূত্রে খবর

ইন্ডিয়া নিউজ বাংলাঃ আফ্রিকা সফরের আগে কোনও সংঘাতে যায়নি বিসিসিআই। কিন্তু সফর শেষ হলেই বিরাট কেহলিকে শোকজ করার প্রবল সম্ভাবনা। বিসিসিআই সূত্রে খবর, বিরাটকে বোর্ডের তরফে যা যা বলা হয়েছিল তার সব কল রেকর্ডস বা ভিডিও কনফারেন্সের ফুটেজ রয়েছে। তাঁর সঙ্গে কথাবার্তার  ভিডিও কনফারেন্সে হয়েছিল এবং অনেক বোর্ড সদস্যও সেখানে  উপস্থিত ছিলেন।

বোর্ডের কাছে তথ্যপ্রমাণ যা আছে তাতে বিরাটের কাছে অসত্য ভাষণের ব্যাখ্যা চাওয়া হোক, দাবি বোর্ডের অন্দরমহলে।।

কারণ বিরাট যা করেছেন তা পরিষ্কারই শৃঙ্খলাভঙ্গ, বোর্ডর একটি সূত্র জানাচ্ছে।

সেপ্টেম্বর মাসেই বিরাটকে টি২০ নেতৃত্ব না ছাড়ার কথা জানিয়েছিল বোর্ড, দাবি করেছেন বোর্ডের শীর্ষ কর্তা

দঃআফ্রিকা রওনা হওয়ার আগে বোর্ড আয়োজিত সাংবাদিক সম্মেলনে কার্যত বোর্ডের এবং সভাপতি সৌরভ গাঙ্গুলির দাবি খণ্ডন করেছিলেন কোহলি। যা ঘুরিয়ে সৌরভকে মিথ্যবাদী সাজিয়ে দেয়। যদিও সৌরভ এর সরাসরি জবাব না দিয়ে জানিয়ে দেন বোর্ড যথা সময়ে যথাযত ব্যবস্থা নেবে।

দঃআফ্রিকায় ব্যর্থ হলে কোহলি কী পদত্যাগ করবেন? জল্পনা !

তবে বোর্ডের অন্দরমহলে কান পাতলে শোনা যাবে কোহলির বিরুদ্ধে তীব্র ক্ষোভ। কোহলিকে বেশি স্পেশাল ট্রিটমেন্ট দেওযা হয়ে গেছে। এবার সেটা বন্ধ করতে হবে। কোনও মহলে ধারণা দঃআফ্রিকায় ব্যর্থ হলে কোহলি নিজেই হয়তো টেস্ট নেতৃত্ব ছেড়ে দেবেন।

Published By Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular