Sunday, October 6, 2024
Homeরাজ্যমালদাSeveral Trains Canceled in Malda Division ডবল লাইন হওয়ার জন্য মালদা ডিভিশনে...

Several Trains Canceled in Malda Division ডবল লাইন হওয়ার জন্য মালদা ডিভিশনে বাতিল বেশ কিছু ট্রেন

রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা: Several Trains Canceled in Malda Division নতুন করে ডবল লাইন হওয়ার জন্য মালদা ডিভিশনে বাতিল বেশ কিছু ট্রেন। এদিন মালদা ডিভিশনের সিনিয়র ডিসিএম ‌পবন কুমার জানান, ১৩.৭৬ কিলোমিটার অর্থাৎ নিউ ফরাক্কা জংশন থেকে ধুলিয়ান গঙ্গা স্টেশন পর্যন্ত এলাকাজুড়ে ডবল লাইনের কাজের জন্য বৃহস্পতিবার থেকে ১৩ এপ্রিল বুধবার পর্যন্ত মালদা ডিভিশনে ২৭টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হল। ৪ জোড়া প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি ১০টি ট্রেন চলাচলের রুট পরিবর্তন ও দুটি ট্রেনের যাত্রাপথ সংকুচিত করা হয়েছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের তরফে এই তথ্য জানানো হয়েছে।

পূর্ব রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ফরাক্কা থেকে ধুলিয়ান গঙ্গা স্টেশন পর্যন্ত রেল লাইন ডবল করার কাজ চলবে। তার জন্য ট্রেনগুলি বাতিল করা হয়েছে।

Several Trains Canceled in Malda Division

আরও পড়ুন : Danish Governor’s House in Serampore নবনির্মিত শ্রীরামপুর ডেনিশ গভর্নর হাউসে সংগ্রহশালার উদ্বোধন

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular