Monday, May 20, 2024
Homeরাজ্যপশ্চিম মেদিনীপুরMaoist posters in Jangalmahal: জঙ্গলমহলে ফের মাওবাদী পোস্টার

Maoist posters in Jangalmahal: জঙ্গলমহলে ফের মাওবাদী পোস্টার

পার্থ মুখার্জী, পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা: Maoist posters in Jangalmahal: হাই অ্যালার্টের মাঝেই গড়বেতায় ফের পোস্টার।  মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য জঙ্গলমহলে।

জঙ্গলমহলের একাধিক জায়গায় মাওবাদী পোস্টার উদ্ধারকে ঘিরে বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তারমধ্যেই আবারও বৃহস্পতিবার সাতসকালে গড়বেতা থানার গনগনি এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়া ঘিরে চাঞ্চল্য। পোস্টারে লাল কালিতে লেখা, আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করা হোক।

Maoist posters in Jangalmahal

বুধবারের সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, জঙ্গলমহল এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, চলছে নাকা চেকিং, তল্লাশি অভিযান। মাওবাদী নাশকতার আশঙ্কায় ইতিমধ্যেই জঙ্গলমহল জুড়ে জারি হাই অ্যালার্ট। এরই মধ্যে নতুন করে পোস্টার উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়।

Maoist posters in Jangalmahal

যদিও বৃহস্পতিবার সকালের ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপারের দাবি, পোস্টার দেওয়ার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। তবে প্রাথমিক অনুমান স্থানীয় দুষ্কৃতীরা ঘটিয়েছে এমন ঘটনা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Maoist posters in Jangalmahal

আরও পড়ুন; Leopard rescue in Jalpaiguri: অবশেষে স্বস্তি! নাগরাকাটায় ধরা পড়ল চিতা
আরও পড়ুন; Homemade Sunscreen Cream; সহজ এবং কার্যকরী ঘরে বানানো সানস্ক্রীন ক্রিম

Publish By Abanti Roy

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular