সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : বিজেপি, সিপিএম-সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক যোগদান করল তৃণমূল কংগ্রেসে। বুধবার রাতে নবদ্বীপ ব্লকের মায়াপুর হুলোর ঘাট এলাকায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এক প্রকাশ্য দলীয় জনসভায় বিজেপি, সিপিএম-সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা কর্মী সমর্থকরা দলবদল করলেন। তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা।
Many BJP-CPIM Supporters joined TMC at Nadia বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান
আরও পড়ুন : TMC leader Missing in Nadia নদিয়ায় নিখোঁজ নেতা, রাতভর থানায় বিক্ষোভ এবং জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের
এইদিন মূলত মায়াপুর বামুনপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চর কষ্টশালীর ৩ নম্বর বুথের বর্তমান ও প্রাক্তন মেম্বার-সহ বিভিন্ন দল থেকে আসা বহু রাজনৈতিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যব্যাপী অভূতপূর্ব উন্নয়নের শরিক হতেই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান যোগদানকারী রাজনৈতিক কর্মী সমর্থকেরা। বিধায়ক ছাড়াও এদিনের যোগদান পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা তাপস ঘোষ-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
——–
Published by Subhasish Mandal