Saturday, October 5, 2024
HomeখেলাHaryana Election: রেলের চাকরি ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন Vinesh Phogat, সঙ্গে Bajrang...

Haryana Election: রেলের চাকরি ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন Vinesh Phogat, সঙ্গে Bajrang Punia-ও

India National Congress-এ যোগ দিতে চলেছেন দুই কুস্তিগীর Vinesh Phogat এবং Bajrang Punia. হরিয়ানা বিধানসভা নির্বাচনের (Haryana Election) আগে যা তাপর্যপূর্ণ বলাই যায়৷ গত ৪ সেপ্টেম্বর নয়াদিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে তাঁরা দেখা করার পর থেকেই গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে৷ কংগ্রেসে যোগদানের আগে দুই কুস্তিগীর মল্লিকার্জুন খাড়গের সঙ্গেও সাক্ষাৎ করেন৷

কী জানা যাচ্ছে?

তবে কংগ্রেসে যোগদানের আগে রেলের চাকরি ছাড়েন ভিনেশ৷ জানা যায়, শুক্রবার বেলা ১টা নাগাদ রেলের চাকরি থেকে ইস্তফা দেন ভিনেশ। নিজের এক্স হ্যান্ডেলে পদত্যাগপত্রের ছবি পোস্ট করে তিনি লেখেন, “রেলকে সেবা করাটা আমার জীবনের অন্যতম গর্বের ঘটনা। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে আমি রেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। দেশকে সেবা করার যে সুযোগ রেল আমাকে দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”

আরও পড়ুন : Ladakh : মোদী সরকারের বড় ঘোষণা, ৫ নতুন জেলা পেল লাদাখ

উল্লেখ্য, মহিলা কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছিলেন ভিনেশ ফোগাট-বজরং পুনিয়ারা। দিল্লির যন্তরমন্তরে ধরনা থেকে শুরু করে নতুন সংসদ ভবন অভিযান প্রত্যেকটি ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁদের। এমতাবস্থায়, হরিয়ানা নির্বাচনের (Haryana Election) আগে তাঁদের কংগ্রেসে যোগ, হাত-শিবিরের পাল্লা ভারী করল বলে মত একাংশের৷

প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর হতে চলেছে হরিয়ানা বিধানসভা নির্বাচন৷ গণনার দিন স্থির হয়েছে ৮ অক্টোবর৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular