Wednesday, October 16, 2024
Homeবিনোদন'120 Bahadur': Major Shaitan Singh PVC'র ভূমিকায় ফারহান আখতার

‘120 Bahadur’: Major Shaitan Singh PVC’র ভূমিকায় ফারহান আখতার

ফের একবার সিলভার-স্ক্রিনে নয়া অবতারে হাজির হতে চলেছেন ফারহান আখতার৷ তাঁর পরবর্তী ছবির ঘোষণা করলেন অভিনেতা স্বয়ং৷ ছবির নাম- ‘120 Bahadur’. এই ছবির হাত ধরে দীর্ঘ সময় পর ফের একবার বড় পর্দায় ফিরতে চলেছেন ফারহান৷

‘120 Bahadur’-এ বিষয়বস্তু

‘120 Bahadur’ ছবিতে ফারহানকে দেখা যাবে Major Shaitan Singh PVC-এর ভূমিকায়৷ Rezang La-এ যুদ্ধ এবং 1962 Indo-China যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হতে চলেছে এই ছবি৷ রীতেশ সিধওয়ানি এবং ফারহান নিজে এই ছবি প্রযোজনা করছেন৷

আরও পড়ুন : Rohit Shetty: দীপাবলিতে আসছে রোহিত শেট্টির ‘Singham Again’

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির ঘোষণা করতে গিয়ে ফারহান জানিয়েছেন, Maj Shaitan Singh PVC, চার্লি কোম্পানির সেনা এবং ১৩ কুমাওন রেজিমেন্টের গল্প সকলের সামনে তুলে ধরতে চলেছেন তিনি, যা নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত৷

ফারহান আরও জানান, ছবির কাজ ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে৷ তিনি ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সহযোগিতার জন্য৷ বর্তমানে ছবির শ্যুটিং-এ কাজ চলছে লাদাখে৷

এই ছবির পরিচালক Razneesh ‘Razy’ Ghai, যিনি এর আগে ‘Dhaakad’ ছবিটি পরিচালনা করেছিলেন৷

 

 

View this post on Instagram

 

A post shared by Farhan Akhtar (@faroutakhtar)

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular