Monday, May 20, 2024
HomePoliceMadhyamik Exam 2022 অ্যাডমিট কার্ড হারিয়ে বিডিও-র হস্তক্ষেপে পরীক্ষা পড়ুয়ার, জেলা...

Madhyamik Exam 2022 অ্যাডমিট কার্ড হারিয়ে বিডিও-র হস্তক্ষেপে পরীক্ষা পড়ুয়ার, জেলা পুলিশের উদ্যোগে হেল্পলাইন নম্বর ও মোবাইল বাইক

 

অনিশা পোদ্দার, ইন্ডিয়া নিউজ বাংলা, আলিপুরদুয়ার : অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছিল মাধ‍্যমিক পরীক্ষার্থী।  কালচিনি বিডিও  এবং ভেনু ইনচার্জের উদ‍্যোগে যথাসময়ে পরীক্ষা শুরু হল পরীক্ষার্থীর। দলসিংপাড়া শ্রী গণেশ বিদ‍্যালয়ে মাধ‍্যমিক কেন্দ্রে সেণ্টার পড়েছে জয়ঁগা এলাকার বাসিন্দা মধু হাই স্কুলের ছাত্রী রেশমি পারভিনের । কিন্ত তার অ্যাডমিট হারিয়ে যায়।

Madhyamik Exam 2022

অ্যাডমিট হারিয়ে, এদিন পরীক্ষা কেন্দ্রে এসে কিছু বুঝে উঠতে পারছিল না সে । ঐ সময় দলসিংপাড়া শ্রী বিদ‍্যালয় হাই স্কুলে পরীক্ষাকেন্দ্রে আসেন বিডিও কালচিনি । ছাত্রী রেশমি পারভিন কালচিনি বিডিও এবং ভেনু ইনচার্জ কৌশল কিশোরকে জানান বিষয়টা। তৎক্ষণাৎ উদ‍্যোগ গ্ৰহণ করে তার রোল নং ব‍্যবস্থা করা এবং তার স্কুল থেকে আ্যডমিটের প্রিণ্ট কপি আনানোর ব‍্যবস্থা করা হয় এবং যথাসময়ে পরীক্ষার্থীকে শ্রেণী কক্ষে বসানো হয় ।

 

Madhyamik Exam 2022  আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হেল্প লাইন নম্বর ও মোবাইল বাইক

আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে আলিপুরদুয়ার জেলায় শুরু হল মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর। জেলার বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাওয়ার সময় কোন রকম অসুবিধার মধ্যে পড়লে তৎক্ষণাৎ তারা এই নম্বরে যোগাযোগ করলে পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদের কাছে পৌঁছে যাবে মোবাইল বাইক। সেটিতেই তাদেরকে তুলে নিয়ে পরীক্ষা হলে পৌছে দেওয়াই মূল উদ্দেশ্য আলিপুরদুয়ার জেলা পুলিশের।

মোবাইল বাইক

আলিপুরদুয়ার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান জেলার বিভিন্ন প্রান্ত যেখানে যেখানে বাস স্টেন্ড বা গাড়ি থামার ব্যবস্থা রয়েছে সেখানে সেখানে আমাদের মোবাইল বাইক গুলি দাঁড়িয়ে থাকবে। কোথাও কোনো যায়গায় গাড়ি খারাপ হলে বা পরীক্ষার্থীরা কোনরকম অসুবিধার মধ্যে পড়লে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করলেই আমরা তৎক্ষণাৎ সেখানে বাইক নিয়ে চলে গিয়ে তাদেরকে নিয়ে পরীক্ষা হলে পৌঁছে দেব।

Madhyamik Exam 2022 এক নজরে মাধ্যমিক ২০২২, আলিপুরদুয়ার

৭ই মার্চ (২০২২) এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু, পরীক্ষা চলবে ১৬ই মার্চ পর্যন্ত। এ বিষয়ে জেলা আবহায়ক দীপিকা রায় বলেন অন্যান্য বছরগুলির মতো এ বছরও সাধারণভাবেই পরীক্ষা হবে।

এবছর আলিপুরদুয়ার জেলায় মোট পরীক্ষার্থী ১৯হাজার ৭৬ জন।

এরমধ্যে ৮ হাজার ৫০৭ জন ছাত্র

১০হাজার ৫৬৯ জন ছাত্রী।

জেলায় মোট ৭৭ টি পরীক্ষা কেন্দ্র ।

এর মধ্যে ১৭ টি প্রধান পরীক্ষা কেন্দ্র।

জেলায় কোনো কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে রাখা হয়নি ।

 

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular