Monday, September 16, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাCounterfeit beverage factory at Basanti বহুজাতিক কোম্পানির নামে নকল পানীয় তৈরির কারখানা!...

Counterfeit beverage factory at Basanti বহুজাতিক কোম্পানির নামে নকল পানীয় তৈরির কারখানা! বাসন্তীতে পুলিশের জালে এক

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : Counterfeit beverage factory at Basanti বহুজাতিক কোম্পানির নকল পানীয় বিক্রির অভিযোগে তদন্তে নেমে বড় সাফল্য বাসন্তী থানার পুলিশের। শুক্রবার সন্ধ্যায় শিমূলতলা মোড়ে অভিযানে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাইফুল লস্কর। বাজেয়াপ্ত করা হয়েছে ৪৭৯টি নকল পেপসি, মিরিন্ডা ভরা বোতল, ১ হাজার ১৯২টি খালি বোতল, ২ হাজার ৩৪০টি ছিপি, দুই বোতল সিরাপ।

পেপসিকো কোম্পানিই খবর দেয় পুলিশকে Counterfeit beverage factory at Basanti

সূত্রের খবর, পেপসিকো (PEPSICO) কোম্পানি থেকে খবর আসে অবৈধভাবে তাদের কোম্পানির বোতলে নকল পানীয় ভরে বিক্রির কারবার চালাচ্ছে জনৈক সাইফুল লস্কর নামে এক ব্যক্তি। বাসন্তী থানার পুলিশ কোম্পানির অনুমোদিত কর্মীদের নিয়ে ওই ব্যক্তির কারখানায় অভিযান চালায় এবং হাতেনাতে গ্রেফতার করে অভিযুক্ত সাইফুল লস্করকে। ধৃতের বিরুদ্ধে অবৈধভাবে নকল পেপসির পানীয় তৈরি ও ব্যবসা করার অপরাধে একটি মামলা রুজু করেছে পুলিশ।

Counterfeit beverage factory at Basanti

আরও পড়ুন : West Bengal Budget বরাদ্দ বেড়েছে আটগুণ! লক্ষ্মীর ভাণ্ডারে উপকৃত ১ কোটি মানুষ, বাজেটে খুশি মমতা কেন্দ্রের বঞ্চনায় সোচ্চার

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular