Monday, May 20, 2024
HomeINDIAN RAILGood News for Pilgrims, Special Train to Stop at Bardhaman Station এবার...

Good News for Pilgrims, Special Train to Stop at Bardhaman Station এবার বর্ধমান স্টেশনে থামবে তীর্থযাত্রী বিশেষ পর্যটন ট্রেন

এবার বর্ধমান স্টেশনে থামবে তীর্থযাত্রী বিশেষ পর্যটন ট্রেন।http://Indian Railways

সঞ্জিত সেন, ইণ্ডিয়া নিউজ, পূর্ব বর্ধমানঃ এবার বর্ধমান http://Bardhaman Station    স্টেশনে  থামবে  তীর্থযাত্রী বিশেষ পর্যটন ট্রেন। শনিবার ইণ্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যাণ্ড ট্যুরিজম কর্পোরেশনের লিমিটেডের (আইআরটিসি)    http://IRCTC  অ্যাসিসট্যান্ট সুপারভাইজার অমিত মৈত্র একথা জানান। নতুন বছরের প্রথম মাসেই, অর্থাৎ জানুয়ারী ১৬ তারিখে বিহারের মুঙ্গের স্টেশন থেকে রওনা দেবে দক্ষিণ ভারত দর্শনের জন্য তীর্থযাত্রী বিশেষ পর্যটন ট্রেন। রেলওয়ে বোর্ড প্রথমে এই ট্রেনে ঘোষণা করার সময় বর্ধমান জংশন স্টেশনের নাম ছিল না। অর্থাৎ এই ট্রেন বর্ধমানের উপর দিয়ে গেলেও থামতো না। কিন্তু আইআরটিসির লাগাতার চাপে শেষ পর্যন্ত তীর্থ যাত্রী স্পেশাল ট্রেন ঐতিহাসিক বর্ধমান স্টেশনে থামবে বলে জানান অমিতবাবু।(অমিত মৈত্র, অ্যাসিসটেন্ট সুপারভাইজার)।

 

পশ্চিমবঙ্গের মধ্যে বোলপুর শান্তিনিকেতন,  বর্ধমান, ডানকুনি,আন্দুল,মেচেদা ও খড়গপুর স্টেশনে দাঁড়াবে।

তিনি বলেন, ট্রেনটি যাত্রা পথে পশ্চিমবঙ্গের মধ্যে বোলপুর শান্তিনিকেতন,  বর্ধমান, ডানকুনি,আন্দুল,মেচেদা ও খড়গপুর স্টেশনে দাঁড়াবে। মুঙ্গের স্টেশন থেকে যাত্রা শুরু করে তিরুপতি বালাজি, মাদুরাই,রামেশ্বরম,কন্যাকুমারী ও পুরী ভ্রমণ করবে তীর্থ স্পেশাল ট্রেনটি।

১০ রাত ও ১১ দিনের তীর্থ যাত্রী স্পেশাল ট্যুরিস্ট ট্রেন ভ্রমণের জন্য যাত্রীদের মোট খরচ

১০ রাত ও ১১ দিনের তীর্থ যাত্রী স্পেশাল ট্যুরিস্ট ট্রেন ভ্রমণের জন্য যাত্রীদের মোট খরচ দিতে হবে (সাধারণ/বাজেট বিভাগ)১০৩৯৫ টাকা।পাশাপাশি ডিলাক্স বিভাগের জন্য মোট খরচ ধরা হয়েছে ১৭৩২৫ টাকা। এতে হোটেল,নিরামিষ খাবারের ব্যবস্থা,নন এসি বাসে দর্শনীয় স্থানে ভ্রমণের ব্যবস্থা থাকবে।অন্যদিকে বাজেট বিভাগের যাত্রীদের জন্য খাবার ও রাতের বিশ্রামের জন্য ধর্মশালার বন্দোবস্ত করা হয়েছে বলে জানান অমিত মৈত্র।

তীর্থযাত্রী স্পেশাল ট্রেনটি ১৪ কামরার। এসি ও ননএসি মিলিয়ে ৮৪০ টি মোট আসন সংখ্যা। এর মধ্যে এখনো পর্যন্ত অর্ধেক বুকিং হয়েছে।

Published By : Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular