Thursday, September 28, 2023
Homeওয়েস্ট বেঙ্গলAlia Bhatt বন্ধুদের সঙ্গে জলকেলিতে মেতে আলিয়া ভাট

Alia Bhatt বন্ধুদের সঙ্গে জলকেলিতে মেতে আলিয়া ভাট

ইন্ডিয়া নিউজ মুম্বই

Alia Bhatt বন্ধুদের সঙ্গে জলকেলিতে মেতে আলিয়া

  বলিউডের অন্যতম ব্যস্ত ও সফলতম মুখ। পেশাগত জীবনে প্রতিশ্রুতিবদ্ধ। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মুক্তির জন্য প্রস্তুতি চলছে জোরকদমে। কিন্তু ব্যক্তিগত জীবন উপভোগ করার কোন সুযোগ ছাড়েন না। সুইমিং পুলের ভিতরে তাঁকে বন্ধুদের সঙ্গে ‘পোজ’ দিতে দেখা যায়।সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে পুলের মজার ছবি শেয়ার করেছেন আলিয়ার বন্ধু দেবিকা আদভানি। তিনি লিখেছেন, ‘লিটল মারমেইডস’ ছবিতে অভিনেত্রী তাঁর ‘গার্লস গ্যাংয়ের’ সঙ্গে পোজ দিচ্ছেন। এছাড়া আলিয়ার ফ্যান পেজেও কিছু ছবি দেখা যাচ্ছে। এই ছবিগুলি আলিয়ার অন্যতম সেরা বন্ধুর ব্যাচেলর পার্টির। করিনা কাপুর এবং অমৃতা অরোরার করোনা হওয়ার পরই আলিয়াকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। কারণ, আলিয়া ভাটও করণ জোহরের বাড়িতে আয়োজিত ডিনার পার্টির অংশ ছিলেন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মোশন পোস্টার লঞ্চের জন্য দিল্লি পৌঁছেছেন আলিয়া। করণ জোহরের পাশাপাশি আলিয়ার বাড়িকেও স্যানিটাইজ করেছেন। আলিয়াকে তাঁর বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সঙ্গে প্রথমবার দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। এছাড়াও রণবীর সিংয়ের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, করণ জোহরের ‘তখত’ এবং ‘রকি এবং রানির প্রেমের গল্প’-এর মতো ছবি রয়েছে আলিয়া ভাটের।

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular