Monday, May 20, 2024
HomeখেলাINDIAN CRICKETT20: India win easily ওয়েস্ট ইন্ডিজকে সহজেই  হারাল ভারত, অভিষেকে চমক বিষ্নোইয়ের, ফের...

T20: India win easily ওয়েস্ট ইন্ডিজকে সহজেই  হারাল ভারত, অভিষেকে চমক বিষ্নোইয়ের, ফের ব‍্যর্থ কোহলি

T20: India win easily  ওয়েস্ট ইন্ডিজকে সহজেই  হারাল ভারত,  অভিষেকে চমক বিষ্নোইয়ের,ফের ব‍্যর্থ কোহলি

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা:  ইডেনে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে কোনো সুযোগ না দিয়ে প্রাধান্য রেখে জয় তুলে নেয় রোহিত শর্মার ছেলেরা । জাতীয় দলে অভিষেকেই নজর কাড়লেন তরুণ  লেগস্পিনার রবি বিষ্ণোই ।   ম‍্যাচ শেষ করার কাজ সহজেই করলেন সূর্যকুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ারও। তবে, জিতলেও বিরাট কোহলি মাত্র ১৭ রান করেন। ঋষভ পন্থও ৮ রানের বেশি করতে পারেননি।

T20: India win easily

কার্যত দর্শকশূন্য ইডেনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন ভারতীয় বোলাররা। প্রথম ওভারেই ব্র্যান্ডন কিংয়ের উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। কিন্তু এরপর জুটি বেঁধে ভারতীয় বোলারদের উপর চাপ সৃষ্টি করেন নিকোলাস পুরান এবং মেয়ার্স। নিঃসন্দেহে ক‍্যারিবিয়ান দলের সেরা ব‍্যাটার পুরান।  একদিকে পুরান লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ । একটা সময় ১৪ ওভারে ৯০ রানে ৫ উইকেট খুইয়ে ফেলে ক্যারিবিয়ানরা। যদিও শেষদিকে পোলার্ড এবং পুরানদের মারকুটে ইনিংসের সৌজন্যে ১৫৭ রানে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। পুরান ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পোলার্ড করেন ২৪ রান। ভারতের হয়ে এদিন দুর্দান্ত অভিষেক ঘটল রবি বিষ্ণোইয়ের। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন ২১ বছরের তরুণ। এর মধ্যে  এক ওভারে ২ উইকেট।  হর্ষল প্যাটেল ৩৭ রানে ২ উইকেট নেন।

অভিষেকে চমকে দিলেন রবি বিষ্নোই

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন অধিনায়ক রোহিত এবং ইশান কিষান। প্রথম ৬ ওভারে ৬০ রানের কাছাকাছি পৌঁছে যায় টিম ইন্ডিয়া। কিন্তু এরপর রোহিত আউট হতে বদলে যায় খেলার গতি। ১৯ বলে ৪০ রান করেন রোহিত। ঈশান কিষান এদিন একেবারেই ছন্দে ছিলেন না। ৪২ বলে তিনি করেন ৩৫ রান। কোহলি ১৩ বলে করেন ১৭ রান। এদিনও রান আসেনি তাঁর ব্যাট থেকে। আরও একবার হতাশ করেন ঋষভ পন্থ। ৮ বলে ৮ রান করেন তিনি। একটা সময় ১১৪ রানে ৪ উইকেট  হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু সূর্যকুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ার শেষপর্যন্ত ভারতকে জয় এনে দেন। সূর্য ১৮ বলে ৩৪ এবং ভেঙ্কটেশ  ১৩ বলে ২৪ রান করেন। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular