Saturday, December 7, 2024
HomeখেলাINDIAN CRICKETModi-Mamata-Amitabh calls to know Sourav's health সৌরভের শারীরিক অবস্থার খোঁজ প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রীর, অমিতাভও...

Modi-Mamata-Amitabh calls to know Sourav’s health সৌরভের শারীরিক অবস্থার খোঁজ প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রীর, অমিতাভও খবর নিলেন 

Modi-Mamata-Amitabh calls to know Sourav’s health সৌরভের শারীরিক অবস্থার খোঁজ প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রীর, অমিতাভও খবর নিলেন 

সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলাঃ   করোনা আক্রান্ত হয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভোর পারিবারিক ছোটবেলার বন্ধু জানানেল সৌরভ কেমন আছেন জানতে চেয়ে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও দরকারে যেন তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়, একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সৌরভের অবস্থা জানতে চেয়ে  অমিতাভ বচ্চনও  খোঁজ নেন। সৌরভ কেমন আছেন জানতে চাওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকেও। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল।

সোমবার থেকেই তাঁকে অ্যান্টিবডি ককটেল থেরাপি দেওয়া হচ্ছে। আপাতত দক্ষিণ কলকাতার হাসপাতালেই নিভৃতবাসে থাকবেন সৌরভ। হাসপাতাল সূত্রে খবর, সৌরভ করোনা আক্রান্ত হলেও তাঁর মধ্যে কোভিডের কোনও বড়সড় উপসর্গ নেই।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular