Monday, May 20, 2024
HomeখেলাINDIAN CRICKETCricket in Asian Games এশিয়ান গেমসে ফিরবে ক্রিকেট,  কী বলছে বিসিসিআই

Cricket in Asian Games এশিয়ান গেমসে ফিরবে ক্রিকেট,  কী বলছে বিসিসিআই

Cricket in Asian Games এশিয়ান গেমসে ফিরবে ক্রিকেট,  কী বলছে বিসিসিআই

সাম‍্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ, বাংলা: এশিয়ান গেমসে ফের দেখা যাবে ব্যাট ও বলের লড়াই। দীর্ঘ দিন পর ফের ক্রিকেটকে দেখা যাবে এই ক্রীড়া প্রতিযোগিতায়। গেমের আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে যে, ৪০টি খেলার মধ্যে ক্রিকেটকেও ধরা হয়েছে। চলতি বছরই সেপ্টেম্বর মাসে চিনের হাংঝাউ শহরে বসবে এশিয়ান গেমসের আসর।

৪০টি খেলার মধ্যে ক্রিকেটকেও ধরা হয়েছে

সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলবে প্রতিযোগিতা। ৪০টি খেলার জন্য হবে ৬১টি ইভেন্ট।
১১ বছর আগে এশিয়ান গেমসের আসরে শেষবারের মতো দেখা গিয়েছিল ক্রিকেট। সেবার ভারত অংশ নেয়নি। সোনা জিতেছিল বাংলাদেশ। তাহলে এবারের এশিয়ানের আসরে ভারতীয় ক্রিকেট দলকে দেখা যাবে কি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। বিসিসিআইয়ের তরফ থেকে এখনও চূড়ান্ত করে কিছু জানানো হয়নি।

এশিয়ান গেমসে সোনাজয়ী বাংলাদেশ ক্রিকেট দল

তবে যেই সময় এশিয়ান গেমস হওয়ার কথা সেই সময় এশিয়া কাপ খেলার কথা রয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির। তাই সৌরভ গাঙ্গুলির বোর্ড চাইলে এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল পাঠাতেই পারে। যেমনটা নব্বইয়ের দশকে কমনওয়েলথের সময় করা হয়েছিল। তবে এবার কি হবে সেটা এখনও স্পষ্ট হয়। তবে সূত্রের খবর, ভারতীয় বোর্ডও চাইছে ক্রিকেট দ্রুত অলিম্পিকের সঙ্গে যুক্ত হোক।

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular