Saturday, July 27, 2024
HomeখেলাINDIAN CRICKETIndia creates history, scripts 1st Victory at Centurion, Ganguly tweets   সেঞ্চুরিয়নে প্রথম...

India creates history, scripts 1st Victory at Centurion, Ganguly tweets   সেঞ্চুরিয়নে প্রথম জয় ভারতের, শুভেচ্ছা সৌরভের

India creates history scripts 1st Victory at Centurion, Ganguly tweets     সেঞ্চুরিয়নে প্রথম জয় ভারতের, শুভেচ্ছা সৌরভের

সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলাঃ    দ্বিতীয় ইনিংসে  দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের কিছুটা প্রতিরোধ সত্ত্বেও, ৫ম দিন মধ্যাহ্নভোজের বিরতির আগে ও পরে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে সেঞ্চুরিয়নে ১১৩ রানে ঐতিহাসিক জয় তুলে নিল বিরাট কোহলির ভারত। এই প্রথম কোনও ভারতীয় দল এই মাঠে টেস্ট জিতল।

প্রথমবার ম্যান্ডেলার দেশে সিরিজ জয়ের সুযোগও জাোরদার করলেন কোহলিরা। 

৪র্থ দিনের শেষে প্রোটিয়াদের রান ছিল ৯৪/৪। শেষ দিন অধিনায়ক ডিন এলগার ও টেম্বা বাভুমা যতক্ষণ ছিলেন সামান্য লড়াই ছিল। কিন্তু বুমরা-সামি-অশ্বিনদের চাপের কাছে শেষ পর্যন্ত নুয়ে পড়ল দঃ আফ্রিকার ব্যাটিং। বাভুমা 35* রানে অপরাজিত থেকে যান। উল্টেদিকে ভারতীয় বোলাররা বাকি লাইনআপে ধ্বস নামান। এই জয়ের পর  আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় ভারত বর্তমানে ৬৪.২৮ জয়ের শতাংশ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর– ভারতঃ ৩২৭, ১৭৪

দঃ আফ্রিকাঃ ১৯৭, ১৯১

ভারতের জয়ের পর বিসিসিআই টুইট করে জয়ের মুহুর্ত ধরে রাখে।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও টুইট করে বলেছেন দঃআফ্রিকাকে ঘুরে দাঁড়াতে হলে প্রচুর লড়াই করতে হবে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular