Monday, May 20, 2024
HomeদেশWho will be Chief Minister of Manipur মণিপুরের মুখ্যমন্ত্রী ঠিক করতে বৈঠক...

Who will be Chief Minister of Manipur মণিপুরের মুখ্যমন্ত্রী ঠিক করতে বৈঠক ডাকল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব : সূত্র

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Who will be Chief Minister of Manipur মণিপুরে সরকার গঠন নিয়ে দিল্লিতে দলীয় কার্যালয়ে বৈঠক ডাকল ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী নোঙ্গথোঙ্গবাম বীরেন সিং এবং মুখ্যমন্ত্রীর অন্যতম দাবিদার থোঙ্গাম বিশ্বজিৎ সিং উভয়কেই বৈঠকে যোগ দিতে আহ্বান করেছেন। বৈঠকে থাকবেন মণিপুর বিজেপির প্রধান সারদা দেবী এবং মণিপুরের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সম্বিত পাত্রও।

৬০ আসনের মণিপুর বিধানসভা নির্বাচনে বিজেপি একাই ৩২টি আসন পেয়ে সরকার গঠন করতে চলেছে। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য বিজেপির অন্দরে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। বীরেন সিংকে সামনে রেখে বিধানসভায় বিজেপি লড়লেও দীর্ঘদিন ধরে দল করা বিশ্বজিৎ সিংও অন্যতম দাবিদার হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী পদের জন্য। এরই মধ্যে প্রাক্তন রাজ্য কংগ্রেস সভাপতি কনথৌজাম গোবিন্দাস সিংও মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার হয়ে ওঠায় বেজায় সমস্যায় পড়েছে বিজেপি। গত বছরের অগস্টে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন কনথৌজাম গোবিন্দাস সিং। যিনি আবার আরএসএস ঘনিষ্ঠ বলেও পরিচিত। এই অবস্থায় দ্রুত মীমাংসা করতেই বিজেপির শীর্ষ নেতৃত্ব মণিপুরের নেতাদের তলব করেছে নতুন দিল্লির সদর দফতরে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Who will be Chief Minister of Manipur

আরও পড়ুন : COVID-19 vaccine for 12-14-year ১৬ মার্চ থেকে শুরু ১২-১৪ বছর বয়সিদের কোভিড টিকাকরণ

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular