Wednesday, September 18, 2024
HomeNationalUkraine : Student return home যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল সোনিয়া

Ukraine : Student return home যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল সোনিয়া

 

সৌম্য প্রামানিক, ইন্ডিয়া নিউজ বাংলা, পূর্ব মেদিনীপুর: উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে ঘরে ফিরল তমলুকের ছাত্রী।  ইউক্রেনের টার্ন অফ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভারসিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী সোনিয়া ভৌমিক আটকে পড়েছিল ইউক্রেন। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ভয়াবহ আকার ধারণ করলে সোনিয়া ভৌমিক ও তার বন্ধুরা মরিয়া হয়ে উঠেন ইউক্রেন ছাড়ার জন্য।

এরপর তারা বাস ধরে পোল‍্যান্ড সীমান্তে পৌঁছয়।  সেখানে চার দিন আটকে থাকতে হয়েছিল। এর পর ভারত সরকারের সহযোগিতার তারা দেশে ফিরে আসেন।

Ukraine : Student return home

ঘরের মেয়ে ঘরে ফিরে আসায় এই মূহুর্তে স্বস্তিতে ভৌমিক পরিবার।  তাদের মেয়েকে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে ধন্যবাদ জ্ঞাপন করলেন সোনিয়ার মা ও বাবা।

তবে সোনিয়ার কাছে এখান সেই ভয়াবহ স্মৃতি মনে পড়লে তিনি ভয়ে সিউরে ওঠেন। যুদ্ধ শেষে আবারও ঐ দেশে ফিরে যাবেন কিনা তা নিয়ে শঙ্কায রয়েছে সোনিয়া ও তার পরিবারের লোকজনের।

Published by Samyajit Ghosh

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular