Monday, May 20, 2024
HomeWorldPakistan On Hijab Ban Controversy In Karnataka : হিজাব বিতর্কে নাক গলাচ্ছে...

Pakistan On Hijab Ban Controversy In Karnataka : হিজাব বিতর্কে নাক গলাচ্ছে পাকিস্তান, ধর্মনিরপেক্ষতার আড়ালে মুসলমানদের টার্গেট করা হচ্ছে বিবৃতি পাক সরকারের

ইন্ডিয়া নিউজ বাংলা

Pakistan On Hijab Ban Controversy In Karnataka

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে সর্বদা নাক গলাচ্ছে পাকিস্তান।  হিজাব বিতর্কে কর্ণাটক হাইকোর্টের রায়কে অযৌক্তিক বলে রীতিমত বিবৃতি জারি করেছে পাকিস্তান।মঙ্গলবার কর্ণাটক হাইকোর্ট হিজাবকে ইসলামের অপরিহার্য অঙ্গ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে এই সিদ্ধান্তকে ধর্মীয় আচার-অনুষ্ঠানের স্বাধীনতার পরিপন্থী বলে অভিহিত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি Pakistan On Hijab Ban Controversy In Karnataka

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে- এই সিদ্ধান্ত স্পষ্টতই ধর্মীয় আচার-অনুষ্ঠানের স্বাধীনতা বজায় রাখতে ব্যর্থ এবং মানবাধিকার লঙ্ঘন করেছে। এই রায় মুসলমানদের বিরুদ্ধে। এর মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষতার আড়ালে মুসলমানদের টার্গেট করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে বৈষম্যমূলক নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং বাবরি মসজিদ মামলায় ভারতের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের স্মৃতি এখনও তাজা। পাকিস্তানের মতে- ভারত যে তার ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংখ্যালঘুদের এবং বিশেষ করে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে পাকিস্তান।

Pakistan On Hijab Ban Controversy In Karnataka

আর ও পড়ুন Rohingya Arrested : এন জে পি স্টেশন থেকে সাত রোহিঙ্গা গ্রেফতার , দিল্লী যাওয়ার পথে রেল পুলিশের হাতে ধরা পড়ে সাত রোহিঙ্গা মহিলা

publish by Monirul Hossain

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular