Sunday, October 6, 2024
Homeরাজ্যউত্তর ২৪ পরগণাInternational Mother Language Day রফিক-সালাম-বরকতদের শ্রদ্ধা জানালেন দু'দেশের ভাষাপ্রেমীরা, ‘নো ম্যানস ল্যান্ডে’...

International Mother Language Day রফিক-সালাম-বরকতদের শ্রদ্ধা জানালেন দু’দেশের ভাষাপ্রেমীরা, ‘নো ম্যানস ল্যান্ডে’ পালিত আন্তর্জাতিক ভাষা দিবস

সোমনাথ মজুমদার, উত্তর ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : International Mother Language Day ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে সীমান্তের জিরো পয়েন্টে পালিত হল আন্তর্জাতিক ভাষা দিবস। উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে প্রতিবছরই দু’দেশের উদ্যোগে সরকারিভাবে সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ডে’ পালিত হয় দিনটি৷ দু’দেশের ভাষাপ্রেমীরা মেতে ওঠেন সীমান্তে। দিনভর সীমান্তে আয়োজিত হয় নানান অনুষ্ঠান। তবে করোনা অতিমারীর কারণে প্রশাসনের নির্দেশে এবারে মিলিত হতে পারলেন না দু’ দেশের মানুষ৷ সীমান্তের এপারে ও বাংলাদেশে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন৷ তবে নিয়ম মেনে দুই দেশের অতিথিরা সীমান্তের জিরো পয়েন্টে ভাষা শহিদ বেদীতে মাল্যদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংসদ আফিল উদ্দিন, শার্শা উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি সালে আহমেদ মিন্টু, মির আফিল রোজা, ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ-সহ অন্যান্যরা।

বিশ্বে একটিমাত্র ভাষার জন্য আন্দোলন হয়েছে, রক্ত ঝরেছে, সেই ভাষা বাংলা ভাষা International Mother Language Day

ভাষা দিবস নিয়ে বাংলাদেশের সাংসদ আফিল উদ্দিন বলেন, ‘বিশ্বে একটিমাত্র ভাষার জন্য আন্দোলন হয়েছে, রক্ত ঝরেছে। সেই ভাষা বাংলা ভাষা৷ সীমান্তে কাঁটাতারের বেড়া হয়েছে, তবে বাংলা ভাষা ভাগ হয়নি। বাংলা ভাষা নিয়ে দু’পারের মানুষের আবেগ তার প্রমাণ।’ বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনার কারণে দু’ দেশের মানুষ মিলিত হতে না পারলেও ওপারের মানুষেরা আমাদের আত্মীয়৷’ বাংলাদেশের আওয়ামী লীগের সহ-সভাপতি সালে আহমেদ মিন্টু বলেন, ‘কোভিডবিধি চালু থাকায় ভারতের বন্ধুদের সাথে মিলিত হতে পারলাম না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কোভিড দূর হোক। ফের আমরা মিলিত হব৷’

সীমান্তে কাঁটাতারের বেড়া হয়েছে, তবে বাংলা ভাষা ভাগ হয়নি International Mother Language Day

এদিন ভাষা দিবস উপলক্ষে সাইকেল Rally করে পেট্রাপোল সীমান্তে এসে হাজির হন বেশ কয়েকজন যুবক। তাঁদের ইচ্ছা ছিল সীমান্ত পার হয়ে বাংলাদেশের মাটি স্পর্শ করার। কিন্তু নিরাপত্তার কারণে সেই ইচ্ছা পূরণ না হওয়ায় আক্ষেপের সুরে প্রকাশ মণ্ডল বলেন, ‘ওপারের বন্ধুদের সাথে দেখা করার ইচ্ছা ছিল। পূরণ হল না! পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আসব।’ এভাবেই সীমান্তের কাঁটাতারকে সাক্ষী রেখে ভাষা শহিদ রফিক, সালাম, বরকতদের শ্রদ্ধা জানালেন দু’দেশের ভাষাপ্রেমীরা৷

International Mother Language Day

আরও পড়ুন : International Mother Language Day গর্বের সঙ্গে পালিত হচ্ছে ‘অমর ২১’

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular