Monday, May 20, 2024
HomeউৎসবInternational Mother Language Day ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে হিলি স্থলবন্দরে পালিত হল ৭০তম আন্তর্জাতিক...

International Mother Language Day ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে হিলি স্থলবন্দরে পালিত হল ৭০তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

পীযূষ সরকার, দক্ষিণ দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা, International Mother Language Day ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে হিলি স্থলবন্দরে পালিত হল ৭০তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোমবার দুপুরে স্থলবন্দরে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর নজরদারিতে পালন করা হয় দিনটি। ভাষা আন্দোলনে শহিদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন দু’দেশের মানুষ।

আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি International Mother Language Day

মহম্মদ আলি জিন্না যখন ঘোষণা করেন, উর্দুই এক রাষ্ট্রীয় ভাষা। তখন পূর্ব পাকিস্তানের ( বর্তমান বাংলাদেশ) জনগন দাবি করেন বাংলা ভাষার। ভাষাকে কেন্দ্র করে বাতাসে ছড়িয়ে পড়ে বিপ্লবের গন্ধ। গড়ে ওঠে ভাষা আন্দোলন কমিটি। ১৯৫২ সালে এক পত্রিকায় লেখা হয় ‘বাংলাকে রাষ্ট্রভাষা করিতে জনগণ শেষ রক্তবিন্দু দেবে’। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার দাবিতে রণক্ষেত্রের চেহারা নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বর।পুলিশের গুলিতে শেষ হয়ে যায় তরতাজা পাঁচটি প্রাণ। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয় আবদুস সালাম, রফিক উদ্দিন আহমেদ, আবুল বরকত, আবদুল জব্বার, শফিউর রহমানের নাম।

বিশ্বের বিভিন্ন প্রান্তে সম্মানের সঙ্গে পালিত হয় ২১শে ফেব্রুয়ারি International Mother Language Day

১৯৫১ সালের ২১ ফেব্রুয়ারি যেমন ঢাকায় তেমন ১৯৬১ সালের ১৯ মে বরাক উপত্যকার শিলচরেও বাংলা ভাষা রক্ষায় প্রাণ দিয়েছিলেন ভাষাপ্রেমীরা। অবশেষে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর এই দিনটিকে ‘মাতৃভাষা দিবস’ হিসাবে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। বাংলাদেশ, ভারত ছাড়াও মিশর, কানাডা, ফিলিপাইনস, রাশিয়া, চিলি, নিউজিল্যান্ড, সিডনির অ্যাসফিল্ড পার্কেও ২১ ফেব্রুয়ারি জমায়েত ঘটে ভাষাপ্রেমীদের।

 

শূন্যরেখায় উপস্থিত ছিলেন দুই দেশের প্রতিনিধিরা International Mother Language Day

ভাষা দিবসের ৭০তম বর্ষ উপলক্ষে সোমবার দুপুরে হিলি স্থলবন্দরের শূন্যরেখায় বাংলাদেশের পক্ষ থেকে হাকিমপুর পুরসভার মেয়র এ এনএম জামিল হোসেন চলন্ত, হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ শাহিনুর রেজা শাহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলি এবং ভারতীয়দের পক্ষ থেকে জয়েন্ট মুভমেন্ট কমিটির আহ্বায়ক নবকুমার দাস, উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাস, নবদিগন্ত সমাজকল্যাণ সংগঠনের সম্পাদক অমিত সাহা, সমাজকর্মী অমূল্য রতন বিশ্বাস, হরিপদ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ছোট করেই পালন করা হয় দিনটি। হিলি সারদাভবন পাঠাগারে আপনজন সংস্থার তরফে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।

আরও পড়ুন : International Mother Language Day রফিক-সালাম-বরকতদের শ্রদ্ধা জানালেন দু’দেশের ভাষাপ্রেমীরা, ‘নো ম্যানস ল্যান্ডে’ পালিত আন্তর্জাতিক ভাষা দিবস

আরও পড়ুন : BJP published ‘Sankalp Patra’ ইসলামপুরে ‘সংকল্প পত্র’ প্রকাশ বিজেপির, পৌরসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে দাবি দেবশ্রী চৌধুরীর

____

Published by Julekha Nasrin

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular