Saturday, July 27, 2024
HomeBreakingEbrahim Raisi: ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ভারতের

Ebrahim Raisi: ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ভারতের

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi) মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ভারত সরকার ৷ সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। বলা হয়, চপার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে ভারত ৷

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র জানান, ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি (Ebrahim Raisi) চপার দুর্ঘটনায় মারা গিয়েছেন । প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ২১ মে (মঙ্গলবার) সমগ্র ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের ওই মুখপাত্র আরও বলেন, ‘শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷ সেদিন কোনও আনুষ্ঠানিক বিনোদন থাকবে না ৷’

আরও পড়ুন : Ebrahim Raisi : হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট: ইরানের সংবাদ মাধ্যম

কী ঘটেছিল?

প্রসঙ্গত, রবিবার আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে আরস নদীর উপরে একটি বাঁধ উদ্বোধন করার কথা ছিল ইব্রাহিম রাইসির। কিন্তু সেই অনুষ্ঠানে যাওয়ার সময়েই ঘটে যায় এই দুর্ঘটনা। সংবাদ সংস্থার রয়টার্সের খবর অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী তল্লাশি অভিযান চালালেও জীবিত কাউকে দেখতে পায়নি। ইরানের প্রেসিডেন্টের (Iran President Ebrahim Raisi) চপার সম্পূর্ণ জ্বলে গিয়েছে বলেই জানা যায়। ওই চপারে ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানও।

রবিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাইসির চপার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন ৷ সোমবার ভোরে ইরানের প্রেসিডেন্ট এবং বিদেশমন্ত্রীর হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন মোদী। ‘এই শোকের সময়ে, ইরানের পাশে ভারত আছে’ বলেও জানান তিনি।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular