Monday, May 20, 2024
HomeদেশCM Mamata Banerjee at Rampurhat ‘অপরাধীরা যেখানেই পালিয়ে যাক না কেন গ্রেফতার...

CM Mamata Banerjee at Rampurhat ‘অপরাধীরা যেখানেই পালিয়ে যাক না কেন গ্রেফতার করতে হবে’, বগটুইয়ে পুলিশকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: CM Mamata Banerjee at Rampurhat ‘কোনওরকম সাফাই শুনবেন না। অপরাধীরা যেখানেই পালিয়ে যাক না কেন, সেখান থেকে গ্রেফতার করতে হবে’– রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সেদিনের নারকীয় ঘটনার পর যাঁরা যাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি, তাঁদেরও শাস্তি চাই বলে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এদিন রামপুরহাটে সার্কিট হাউসে না গিয়ে সরাসরি বাগটুইয়ের ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আশ্বস্তও করেন তিনি। এরপর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের দেখতে চলে যান মুখ্যমন্ত্রী। এদিকে ঘটনার দিন রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হোসেনের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। CM Mamata Banerjee at Rampurhat

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এরকম নৃশংস ঘটনা কখনও ঘটতে পারে, ভাবতেও পারিনি। আমি এখনও বলছি, এর পিছনে বড় ঘটনা আছে। প্রথমে একজনকে খুন করল, তারপর বাড়িতে আগুন লাগাল। শুধু কয়েকটা লোকের জন্য অশান্তির আগুন! বাইরের লোক আছে কিনা, সেটাও দেখা উচিত।’ CM Mamata Banerjee at Rampurhat


বগটুইয়ে নিহত এবং আহত পরিবারের পরিজনদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী এদিন আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর তৈরি করতে ২ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেন। একইসঙ্গে ১০ জনের পরিবারকে সরকারি চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। CM Mamata Banerjee at Rampurhat

এদিন মুখ্যমন্ত্রীর এই সফরে ছিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য-সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা। ছিলেন বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। রামপুরহাটের ঘটনার পরই পুলিশকে আরও বেশি তৎপর হতে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দেন, শুধু বগটুই নয়, সারা বাংলার যেখানে যত বোমা-অস্ত্র রয়েছে তা উদ্ধারর করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘সারা বাংলায় যেখানে যত বোমা, বন্দুক, গুলি আছে আগামী এক সপ্তাহের মধ্যে উদ্ধার করে নষ্ট করতে হবে। কয়েক জন পুলিশের জন্য গোটা ডিপার্টমেন্টের বদনাম হবে এটা আমি মেনে নেব না।’ CM Mamata Banerjee at Rampurhat

রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী ডিজিকে বলেন, ‘পুলিশ তার নিজের ডিপার্টমেন্টের শুধু অর্ডার ক্যারি করবে। কোনও নেতার কথায় কাউকে ধরবে আর কাউকে ছাড়বে সেটা হতে পারে না। সমস্ত জায়গায় এটা বলে দিন।’ এমনকী রামপুরহাট কাণ্ডে গঠিত সিট-এর সদস্যদের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ‘কাউকে খুশি করার দরকার নেই। কাউকে ভয় পাবেন না। কোনও সমস্যা হলে ডিজি কিংবা সরাসরি আমার সঙ্গে কথা বলুন।’

CM Mamata Banerjee at Rampurhat

আরও পড়ুন : HC registers suo-moto case in Rampurhat violence স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ কলকাতা হাইকোর্টের, ২৪ ঘণ্টার মধ্যে কেস ডায়েরি ও রিপোর্ট পেশের নির্দেশ

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular