ইন্ডিয়া নিউজ বাংলা, লখনউ, BJP Gave Tickets to 99 Criminals : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নেতাদের মধ্যে বাকবিতণ্ডায় তিক্ত হয়ে উঠছে উত্তরপ্রদেশের রাজনীতি। ভোটপ্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসপি সভাপতি অখিলেশ যাদবকে ‘তমঞ্চওয়াড়ি’ বলে কটাক্ষ করেন। রবিবার অখিলেশ যাদব ট্যুইট করে বলেন, বিজেপি অপরাধীদের নিয়ে রাজনীতি করছে। এবং আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এখনও পর্যন্ত ৯৯ জন অপরাধী প্রার্থীকে ভোটে লড়ার জন্য টিকিট দিয়েছে।
উত্তরপ্রদেশে একসঙ্গে লড়াই করবে আরএলডি এবং সমাজবাদী পার্টি, BJP Gave Tickets to 99 Criminals
জাঠদের সমর্থন রাষ্ট্রীয় লোক দলের নেতা জয়ন্ত চৌধুরীর পিছনে রয়েছে বুঝে এবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আরএলডি – র সঙ্গে জোট করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। লক্ষ্য জাঠ-যাদব ও মুসলিম ভোট একজোট করে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে মুছে ফেলা। অন্যদিকে জাঠ ভোটকে ধরে রাখতে কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ভোট প্রচারে গিয়ে ২০১৩ সালের জাঠ ও মুসলিম মধ্যে হওয়া স্মৃতিকে উস্কে দেন। তিনি বলেন, একটি ভুল ভোট লখনউয়ের মসনদে পুনরায় দাঙ্গাকারীদের বসতে সাহায্য করতে পারে।
অন্যদিকে অখিলেশ যাদব বলেন, আসল চমক তো আসবে গুজরাট থেকে।কারণ উত্তরপ্রদেশের পরেই ভোট রয়েছে গুজরাতে। তিনি বলেন, গাজিয়াবাদের গাজীপুর সীমান্তে পেরেক বসিয়ে কৃষকদের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল।বিজেপি সরকার কৃষকদের অপমান করেছে। সঙ্গে নিয়ে আসা প্যাকেটে হাত রেখে অখিলেশ যাদব ও জয়ন্ত চৌধুুরী বলেন ভোট জিতলে উত্তরপ্রদেশের মানুুুুষের খাবারের অভাব হবে না। অখিলেশ যাদব বলেন, বিজেপি নেতারা এখনও কৃষকদের কৃষি বিল বাস্তবায়ন এবং তারপরে তা প্রত্যাহার সম্পর্কে বোঝাতে সক্ষম হননি। অন্যদিকে বিজেপির বিশ্বাস, কৃষক সমাজ এখন মুখ ফিরিয়ে থাকলেও উত্তরপ্রদেশের উন্নতির কথা মাথায় রেখে তারা পুনরায় বিজেপিকে উত্তরপ্রদেশে ক্ষমতায় নিয়ে আসবে।
আরোও পড়ুন : নতুন বছরের প্রথম মন কি বাতে গান্ধীজিকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী