Saturday, December 7, 2024
HomeBreakingThe Great Indian Kapil Show: রবীন্দ্রনাথকে অপমান করার অভিযোগ কপিল শর্মাদের বিরুদ্ধে!...

The Great Indian Kapil Show: রবীন্দ্রনাথকে অপমান করার অভিযোগ কপিল শর্মাদের বিরুদ্ধে! কী হুঁশিয়ারি দিলেন শ্রীজাত?

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানিত করা হয়েছে কমেডি শো ‘The Great Indian Kapil Show’-এ, এমনই অভিযোগ তুলে সরব কবি-লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন তিনি৷ তাঁর এই প্রতিবাদে সমর্থন জানিয়েছেন অগণিত নেটিজেনরাও ৷

কী জানা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে তিনি লেখেন, “অভিনেতা ও কৌতুকশিল্পী কপিল শর্মা’র আমি একজন অনুরাগী। প্রতিভা, পরিশ্রম, অধ্যবসায়, লড়াই, কোনওটারই অভাব তাঁর ছিল না।…এই অনুষ্ঠানকে সফল করে তোলায় সেসব আমন্ত্রিত ব্যক্তিদের অবদান যেমন আছে, তেমনই আছে কপিল শর্মা’র সহশিল্পীদের অবদানও, প্রতিটি পর্বে যাঁদের কৌতুক এই অনুষ্ঠানকে আরও রংদার ও জমজমাট করে তোলে। …..আমি নিশ্চিত এই শো-এর চিত্রনাট্য লেখার জন্য নির্দিষ্ট লেখকরা আছেন এবং নিঃসন্দেহে কপিল শর্মারও সে-বিষয়ে বক্তব্য, সংযোজন ও সম্মতি আছে। তাই যদি ধ’রে নিই, তাহলে বলতে হয়, এঁরা সম্প্রতি জেনে বা না-জেনে একটি অন্যায় করেছেন। ভুল নয়, অন্যায়। আমি স্পষ্ট ভাষায় তার বিরোধিতা করার জন্য প্রাথমিক ভাবে এই লেখাটি লিখছি। ”

এই সুদীর্ঘ পোস্টেই তিনি সাফ হুঁশিয়ারি দিয়ে দিলেন যে, “দিন সাতেক সময় দিলাম। ক্ষমা না চাইলে কপিলের শোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব। ইতিমধ্যেই বিশিষ্ট আইনজীবীর সঙ্গে কথা হয়েছে।”

আরও পড়ুন: Aishwarya-Abhishek: ঐশ্বর্যার বাড়ির পার্টিতেও অনুপস্থিত অভিষেক; বিচ্ছেদের জল্পনা তুঙ্গে!

কবি-লেখক শ্রীজাতর এই পোস্টে এবং প্রতিবাদে সহমত প্রকাশ করেছেন বহু নেটিজেন। তাঁরাও এধরনের অপমানের তীব্র বিরোধিতা করেছেন। এই প্রতিবাদে সাড়া দিয়ে কি আদৌ ক্ষমা চাইবেন কপিলরা?

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular