Sunday, May 19, 2024
HomeKOLKATA MUNICIPAL CORPORATIONNewtown Kolkata introduce new Vat technology  ভ্যাট ভরলে বাজবে বেল, নয়া প্রযুক্তি...

Newtown Kolkata introduce new Vat technology  ভ্যাট ভরলে বাজবে বেল, নয়া প্রযুক্তি নিউটাউনে

Newtown Kolkata introduce new Vat technology  ভ্যাট ভরলে বাজবে বেল, নয়া প্রযুক্তি নিউটাউনে

রনিক দত্ত,  ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: ভোর বেলা বাড়ির বাইরে বাঁশির শব্দ শুনেই বাড়ির ময়লার ভ্যাট বাইরে পৌঁছে দেওয়া, এই প্রথার নিত্য নৈমিত্তিক জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকের। তবে এবার সেই ময়লার ভ্যাটেও নিজের আধিপত্য বিস্তার করলো প্রযুক্তি। ওয়েস্ট বিন পরিণত হল ‘স্মার্ট বিন’ এ, সৌজন্যে আধুনিক প্রযুক্তিবিদ্যা।

নিউটাউন মানেই আধুনিকতার ছোঁয়া। আর সেই নিউটাউনের মুকুটেই সংযোজিত হল নয়া প্রযুক্তির পালক। এবার ময়লা ফেলার ভ্যাটকেও আধুনিক করে তুললো নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি। নিউটাউনে বসলো স্মার্ট বিন।

কি এই স্মার্ট বিন?

ময়লার ভ্যাটের মধ্যে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সটওয়্যার বিশিষ্ট একটি ডিভাইস। যার দ্বারা ওয়েস্ট বিন ভর্তি হয়ে গেলেই সেই ম্যাসেজ পৌঁছে যাবে সংশ্লিষ্ট দফতরে। ডিভাইসের নম্বর ডিটেক্ট করে ভ্যাটের ময়লা সংগ্রহকারী গাড়ি এসে পৌঁছবে সেই ভ্যাটের কাছে। ভ্যাট থেকে ময়লা সংগ্রহ করে পৌঁছে দেওয়া হবে রিসাইকেল জোনে।

নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির দাবি প্রতিদিন প্রায় ৫০ টন ওয়েস্টেজ জমা হয়। অনেক ক্ষেত্রেই বিভিন্ন ওয়েস্ট বিন ভর্তি হয়ে গেলেও তার রক্ষণাবেক্ষণ নজর এড়িয়ে যায়। তবে এই অত্যাধুনিক প্রযুক্তি ভ্যাটের ময়লা পরিষ্কারে সাহায্য করবে বলেই মত এন কে ডি এ কতৃপক্ষের।

 

বর্তমানে গোটা নিউটাউন জুড়ে মোট ৫০টি স্মার্ট ওয়েস্ট বিন বসানো হয়েছে পাইলট প্রজেক্ট রূপে। পরবর্তীতে গোটা নিউটাউন জুড়ে ২৫০০ এই ধরনের স্মার্ট বিন বসানোর পরিকল্পনা নিয়েছে হিডকো। বিশেষ করে জনবসতি সম্পন্ন এলাকায় বেশি করে এই ধরনের বিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই দাবি হিডকো কতৃপক্ষের।

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular