Monday, May 20, 2024
HomeবিদেশWashington denies Imran Khan's Allegations পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে...

Washington denies Imran Khan’s Allegations পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে ইমরানের অভিযোগকে খণ্ডন করল হোয়াইট হাউস

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Washington denies Imran Khan’s Allegations পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল ওয়াশিংটন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি নেড প্রাইস বলেছেন, ‘আমরা পাকিস্তানের উন্নয়ন ঘনিষ্ঠভাবে অনুসরণ করছি এবং পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়া ও আইনের শাসনকে সমর্থন করি। কিন্তু যখন সে দেশের প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগের কথা আসে, তখন তাদের সেই কথার কোনও সত্যতা নেই।’

উল্লেখ্য, গত ৩১ মার্চ ইসলামাবাদ প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ইমরান খান অভিযোগ করেন যে একটি ‘বিদেশি রাষ্ট্র’ তাঁর বিরুদ্ধে পাকিস্তান অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাবের ভোটের আগে তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় জড়িত আছে। তিনি ‘বিদেশি ষড়যন্ত্রের’ প্রমাণ সম্বলিত একটি চিঠির কথাও জানায় সেই জনসভায়। ইমরান বলেন, বিদেশ থেকে তহবিল পাঠানো হচ্ছে পাকিস্তানে। তিনি প্রাথমিকভাবে চিঠির পিছনে দেশ হিসাবে আমেরিকার নামকরণ করার পরে দ্রুত তা বাতিলও করে দেন।

এদিকে ইমরান খান জানিয়েছেন যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না এবং জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হবেন। আগামী ৩ এপ্রিল অনাস্থা বিতর্কে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী ইমরান খান।

Washington denies Imran Khan’s Allegations

আরও পড়ুন : Economic Crisis in Sri Lanka অর্থনৈতিক সঙ্কটে জনতার বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, প্রেসিডেন্টের বাড়ির সামনে গ্রেফতার ৪৫

আরও পড়ুন : Gujarat Cattle Control Bill 2022 Passed গবাদি পশু নিয়ন্ত্রণ বিল পাস গুজরাত বিধানসভায়, বিরোধিতায় কংগ্রেস

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular