Thursday, November 21, 2024
HomeবিদেশMuhammad Yunus : বাংলাদেশের ‘প্রধান’ হিসেবে শপথ ইউনুসের, 'আর হিংসা হবে না'...

Muhammad Yunus : বাংলাদেশের ‘প্রধান’ হিসেবে শপথ ইউনুসের, ‘আর হিংসা হবে না’ বলে আশ্বাস নোবেলজয়ীর

উত্তাল পরিস্থিতি বাংলাদেশের! তারই মধ্যে প্যারিস থেকে ঢাকায় ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করলেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। সেই সঙ্গে, আর হিংসা হবে না বলে আশ্বাসও দিলেন তিনি।

ইউনুসের সঙ্গেই শপথ নিলেই অন্তর্বর্তী সরকারের আরও ১৩জন উপদেষ্টা। বৃহস্পতিবার রাতে তাঁকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি।

মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) হাত ধরেই নতুনভাবে পথ চলার আশায় রয়েছেন বাংলাদেশবাসী। সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তাও দিয়েছেন ইউনুস। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সকালে নোবেলজয়ী ইউনুস বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করাই তাঁর প্রথম কাজ হবে। কারোর উপর হামলা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন : Bangladesh MP Death : বাংলাদেশি সাংসদকে ‘খুনের’ পর আলাদা করা হয়েছিল হাড়-মাংস: সূত্র

মোদীর শুভেচ্ছা বার্তা:

এদিকে, অন্তবর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই মহম্মদ ইউনুসকে (Muhammad Yunus) শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশে। আশা করব, হিন্দুসহ বসবাসকারী সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করা হবে।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular