Thursday, September 12, 2024
HomeখেলাNeeraj Chopra : 'আরশাদও তো আমার ছেলের মতো', বললেন নীরজের মা!

Neeraj Chopra : ‘আরশাদও তো আমার ছেলের মতো’, বললেন নীরজের মা!

প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ রুপোর পদক জিতেছেন জ্যাভনিল নিক্ষেপকারী নীরজ চোপড়া (Neeraj Chopra)। এদিকে শিরোনামে রয়েছেন পাকিস্তানের জ্যাভলিন নিক্ষেপকারী আরশাদ নাদিম। স্বর্ণপদক জিতে পাকিস্তানে ইতিহাস রচনা করেছেন নাদিম। ছেলের কৃতিত্বে যেমন উচ্ছ্বসিত নীরজ চোপড়ার মা, তেমনই নাদিমেরও প্রশংসা শোনা যায় তাঁর মুখে।

পাকিস্তানের আরশাদ নাদিমের ৯২.৯৭ মিটার জ্যাভলিন নিক্ষেপ সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই আরশাদ নাদিমকে প্রতিপক্ষ নয়, নিজের ছেলে বলেই পরিচয় দিলেন নীরজ চোপড়ার (Neeraj Chopra) মা। নাদিমকে নিজের সন্তাসমই বলে মনে করেন বলে জানালেন সরোজ দেবী।

আরও পড়ুন : Vinesh Phogat : ‘কুস্তির কাছে হেরে গেলাম’, অবসর ঘোষণা ভিনেশের

উল্লেখ্য, গত অলিম্পিকের পর থেকে যেভাবে আঘাত পেয়েছেন নীরজ (Neeraj Chopra), তারপরও তাঁর রুপোর পদক জয়ে উচ্ছ্বসিত গোটা দেশবাসী। সরোজ দেবী বলেন, ‘আমরা সকলেই খুব খুশি। আমাদের কাছে এই রুপোর পদকও সোনার সমান। ওর চোট ছিল। যেভাবে পরিশ্রম করেছে, আগামীতে ও আবারও সোনা জিতবে।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular