Saturday, December 7, 2024
HomeBreakingUS Election 2024: মার্কিন মসনদে ফের Trump, 'বন্ধু'কে শুভেচ্ছা জানালেন Modi

US Election 2024: মার্কিন মসনদে ফের Trump, ‘বন্ধু’কে শুভেচ্ছা জানালেন Modi

প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড গড়ে বিপুল ভোটে জয়ী হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন বর্ষীয়ান এই নেতা। ৫৩৮ আসন সংখ্যার মধ্যে আজ ম্যাজিক ফিগারও ছুঁয়ে ফেলেন তিনি। ‘প্রিয় বন্ধু’র এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনে তাঁর সাফল্য কামনা করার পাশাপাশি ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানান মোদী।

কী জানা যাচ্ছে?

চার বছরের ব্যবধানে ফের হোয়াইট হাউসের মসনদে বসতে চলেছেন ট্রাম্প। তাঁর জয়ের খবর আসার পরই তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে ট্রাম্পকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে মোদী লেখেন, “ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা আমার বন্ধু।”

তিনি আরও লেখেন, “এর আগেও আপনি নিজের কার্যকালে সাফল্যমন্ডিত হয়েছিলেন। ফের একবার ভারত-আমেরিকার সম্পর্ক যাতে দৃঢ় হয় সেদিকেই দুই দেশের নজর থাকবে। বিশ্বশান্তি এবং নিজেদের মানুষদের জন্য ভাল কিছু করার চেষ্টা আমাদের দু’জনের মধ্যেই থাকবে।”

৫ নভেম্বর, মঙ্গলবার আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা মূলত ছিল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে। ভোটের ফলাফলে দেখা যায় বিপুল সমর্থন পেয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে মসনদে বসতে চলেছেন ট্রাম্প।

আরও পড়ুন: Donald Trump-কে ফের ‘হত্যার চেষ্টা’, ‘হামলাকারীর’ পরিচয় প্রকাশ্যে

এদিকে দ্বিতীয়বার ক্ষমতায় আসার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বন্যায় ভাসছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটের ফলাফল সামনে আসতেই তিনি বলেন, “এই জয় ঐতিহাসিক। আমেরিকাবাসীকে ধন্যবাদ জানাই। আপনাদের ভবিষ্যতের জন্য আমি লড়াই করব। ফের আমেরিকাকে সোনার দেশে পরিণত করব।”

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular