‘Pralay’ surface to surface ballistic missile successfully testfired প্রলয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সফল
ইন্ডিয়া নিউজ বাংলাঃ ভারতের ক্ষেপণাস্ত্র সম্ভারে নতুন সদস্য হল প্রলয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের সারফেস-টু-সার্ফেস, বা ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’-এর প্রথম উৎক্ষেপণ করেছে ডিআরডিও, বা দেশের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ।
ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১৫০-৫০০ কিলোমিটার এবং এটি একটি মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায়। ক্ষেপণাস্ত্রটির পেলোড ক্ষমতা ৫০০-১০০০ কেজি।
কোনও আগ্রাসী মিসাইলকে ইন্টারসেপ্ট ও ধ্বংস করতে সক্ষম, এই প্রযুক্তিতেই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে।
এর বিশেষত্ব, মাঝ আকাশেই এই ক্ষেপণাস্ত্রের পথ পরিবর্তন করার সক্ষমতা রয়েছে।
DRDO (http://www.drdo.gov.in/) পরীক্ষাগারে তৈরি এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কঠিন-জ্বালানি ব্যবহার করে। এটি যুদ্ধক্ষেত্রের জন্য ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র যা ভারতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির, পৃথ্বী প্রতিরক্ষা যানের উপর ভিত্তি করে তৈরি।
#WATCH 'Pralay' surface to surface ballistic missile successfully testfired
(Source: DRDO) pic.twitter.com/MjW9lYR1Cm
— ANI (@ANI) December 22, 2021
বুধবার সকাল সাড়ে ১০টায় এপিজে আবদুল কালাম দ্বীপ (ওড়িশা) থেকে “প্রলয়” ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
Published By Samyajit Ghosh