Saturday, July 27, 2024
HomeINDIAN MISSILE PROGRAM'Pralay' surface to surface ballistic missile successfully testfired    প্রলয়  ক্ষেপণাস্ত্র  উৎক্ষেপণ...

‘Pralay’ surface to surface ballistic missile successfully testfired    প্রলয়  ক্ষেপণাস্ত্র  উৎক্ষেপণ সফল

‘Pralay’ surface to surface ballistic missile successfully testfired    প্রলয়  ক্ষেপণাস্ত্র  উৎক্ষেপণ সফল

ইন্ডিয়া নিউজ বাংলাঃ  ভারতের ক্ষেপণাস্ত্র সম্ভারে নতুন সদস্য হল প্রলয়। দেশীয়  প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের সারফেস-টু-সার্ফেস, বা ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’-এর প্রথম উৎক্ষেপণ করেছে ডিআরডিও, বা দেশের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ।
ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১৫০-৫০০ কিলোমিটার এবং এটি একটি মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায়। ক্ষেপণাস্ত্রটির পেলোড ক্ষমতা ৫০০-১০০০ কেজি।

কোনও আগ্রাসী মিসাইলকে ইন্টারসেপ্ট ও ধ্বংস করতে সক্ষম, এই প্রযুক্তিতেই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে।

এর বিশেষত্ব, মাঝ আকাশেই এই ক্ষেপণাস্ত্রের পথ পরিবর্তন করার সক্ষমতা রয়েছে।

 

DRDO (http://www.drdo.gov.in/) পরীক্ষাগারে তৈরি এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কঠিন-জ্বালানি ব্যবহার করে। এটি যুদ্ধক্ষেত্রের জন্য ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র যা ভারতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির, পৃথ্বী প্রতিরক্ষা যানের উপর ভিত্তি করে তৈরি।

বুধবার সকাল সাড়ে ১০টায় এপিজে আবদুল কালাম দ্বীপ (ওড়িশা) থেকে “প্রলয়” ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

Published By Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular