Thursday, September 12, 2024
HomeবিনোদনFILMSSandhya Mukherjee health update অস্ত্রোপচার সফল, ভালো আছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

Sandhya Mukherjee health update অস্ত্রোপচার সফল, ভালো আছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা, Sandhya Mukherjee health update ২৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রথমে এসএসকেএম, পরে বাইপাস লাগোয়া অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় করোনাায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান এই শিল্পী। সেইসঙ্গে পায়ে চোট। খবর, প্রকাশ্যে আসতে চিন্তিত হয়ে পড়েন শিল্পীর  অনুগামীরা। গীতশ্রীর শারীরিক অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী স্বয়়ং।

অস্ত্রপচার সফল বর্ষীয়ান শিল্পীর Sandhya Mukherjee health update 

উল্লেখ্য, ২৭শে জানুয়ারি বাড়ির বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পান সন্ধ্যা মুখোপাধ্যায়। পরে জানা যায় ভেঙেছে শিল্পীর ফিমার বোন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে সেই সময় অস্ত্রপচার করা সম্ভব ছিল না বর্ষীয়ান শিল্পীর। করোনা মুক্ত হওয়ার পরে শিল্পীর শারীরিক অবস্থা বিবেচনা করে ১১ ফেব্রুয়ারি  অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

ভালো আছেন গীতশ্রী Sandhya Mukherjee health update 

শুক্রবার মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, অস্ত্রপচার সফল হয়েছে শিল্পীর। এবং অস্ত্রোপচারের পরে ভালো আছেন গায়িকা। রাইলস টিউব ছাড়াই খাবার খাচ্ছেন তিনি। আগের থেকে তাঁর হৃদযন্ত্র এবং ফুসফুসের অবস্থারও উন্নতি হয়েছে।

আরও পড়ুন : Neha Dhupia মনোক্রোম স্টুডিওতে নেহা ধুপিয়া

আরও পড়ুন : Cirkus Movie First Look সার্কাস মুভির ফার্স্ট লুক প্রকাশ্যে

___

Published by Julekha Nasrin

  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular