Saturday, November 23, 2024
HomeখেলাINDIAN CRICKETIndia likely to go ahead with 5 bowlers in 1st Test at...

India likely to go ahead with 5 bowlers in 1st Test at Centurion প্রথম টেস্টে পাঁচ বোলার খেলানোর ভাবনা ভারতের

India likely to go ahead with 5 bowlers in 1st Test at Centurion   প্রথম টেস্টে পাঁচ বোলার খেলানোর ভাবনা ভারতের

ইন্ডিয়া নিউজ বাংলাঃ  ২৬ শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ।  সদ্য ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। স্বাভাবিক ভাবেই রোহিতের অনুপস্থিতিতে প্রথম একাদশে দলে ঠুকবেন ময়ঙ্ক আগরওয়াল। অন্য জায়গাতেও বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে। দীর্ঘদিন অফ ফর্মে থাকার জন্য ব্যাটে রানের খরা চলছে আজিঙ্ক রাহানের।  নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচে খেলতে নেমে যোগ্যতার প্রমাণ দিয়েছেন শ্রেয়াস আইয়ার। স্বাভাবিকভাবেই এই সিরিজে রাহানের পরিবর্তে শ্রেয়াস আইয়ারের খেলার সম্ভাবনা প্রবল।  ঋদ্ধিমান সাহার পরিবর্তে প্রথম একাদশে চলেছেন আসতে চলেছেন ঋষভ পন্থ। অপরদিকে মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মার পরিবর্তে প্রথম একাদশে আসতে পারেন। অধিনায়ক কোহলি ৬ব্যাটার, ৫ বোলার এই কম্বিনেশনে খেলানোর পক্ষপাতি। সেক্ষেত্রে শার্দুল ঠাকুর দলে থাকছেন। স্পিনার হিসেবে রবি অশ্বিন।

এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:-

মায়াঙ্ক আগারওয়াল, কে এল রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, রবীচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, জাসপ্রিত বুমরাহ।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular