ক্যানসারের সঙ্গে লড়াই করে চলেছেন রয়্যাল প্রিন্সেস কেট মিডলটন। সূত্রের খবর, তিনি (Kate Middleton) রাজপরিবারের দায়িত্বে আর নাও ফিরতে পারেন। একটি রিপোর্টে US Weekly বলেছে যে, কেটকে আর আগের ভূমিকায় নাও দেখতে পারেন মানুষ।
কী জানা যাচ্ছে?
রাজ পরিবারের চিকিৎসক রিচার্ড ফিটজ উইলিয়ামস বলেছেন, ‘কেট যখন আবার তাঁর কাঁধে রাজকীয় দায়িত্ব তুলে নেবেন তখন তা অবশ্যই হবে চিকিৎসদের পরামর্শের ভিত্তিতে। খুব সাবধানে সবটার মধ্যে ভারসাম্য রাখতে হবে।’
আরও পড়ুন : Bangladesh MP Death : বাংলাদেশি সাংসদকে ‘খুনের’ পর আলাদা করা হয়েছিল হাড়-মাংস: সূত্র
প্রিন্সেস অব ওয়েলস এক সময় তার স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে থাকতেন আলোচনার কেন্দ্রে। জানা গিয়েছে, কেমোথেরাপি শেষ হওয়ার পরবর্তী সময়ে কেট (Kate Middleton) কী কী করবেন আপাতত সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতেই ব্যস্ত The Princess of Wales.
সূত্রের খবর, চল্লিশোর্ধ্ব কেট (Kate Middleton)-এর ডায়েরিতে আপাতত কোনও কর্মসূচির বিষয়ে উল্লেখ নেই। চলতি বছরের বাকি সময়টা তিনি জনসমক্ষে নাও আসতে পারেন।