লোকসভা ভোটের (Loksabha Election 2024) ৬টি দফাই সম্পন্ন. আর বাকি রয়েছে মাত্র এক দফা। সপ্তম দফায় ভোট হবে আগামী ১ জুন। ৪ জুন ভোটের ফল ঘোষণা হবে। দেশের আটটি রাজ্যে ৫৭টি আসনে ভোট রয়েছে শেষ দফায়। ১ জুন, শনিবার ভোট রয়েছে পশ্চিমবঙ্গের নয়টি আসনে, বিহারের ৮টি আসনে, হিমাচল প্রদেশের চারটি, ঝাড়খণ্ডের তিনটি, ওড়িশার ছয়টি, পাঞ্জাবের ১৩টি, উত্তর প্রদেশের ১৩টি, এবং চণ্ডীগড়ের একটি আসনে।
বাংলার কোথায় কোথায় ভোট?
পশ্চিমবঙ্গে ভোট (Loksabha Election 2024) রয়েছে- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তরে। একদিকে যেখানে ভোটকে কেন্দ্র করে ক্রমশই চড়ছে পারদ সেখানে অন্যদিকে জানা গিয়েছে, শেষ দফার আগে বাংলায় একাধিক হিংসার ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷ এর মধ্যে রয়েছে জয়নগর, নদিয়া ও ভাটপাড়ার ঘটনা।
শেষ দফার ভোটে নজরে কারা?
শেষ দফার নির্বাচনে (Loksabha Election 2024) রাজ্যের বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ সিপিএমের প্রতীক উর রহমান এবং বিজেপির অভিজিৎ দাস। যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ওই কেন্দ্রে বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন ডা. অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি নরুল ইসলাম। তাঁর বিপরীতে বিজেপির টিকিটে লড়ছেন রেখা পাত্র। সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার। আবার দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায় ওই কেন্দ্রে টিকিট পেয়েছেন তৃণমূল থেকে। তাঁর বিপরীতে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন শীলভদ্র দত্ত। আর সিপিএমের হয়ে লড়ছেন সুজন চক্রবর্তী। অন্যদিকে, বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডা. কাকলি ঘোষ দস্তিদার। তাঁর প্রতিপক্ষ বিজেপির স্বপন মজুমদার এবং বামেদের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন : Amit Shah on UCC : তৃতীয়বারের জন্য মোদী সরকার এলে সারাদেশে কার্যকর হবে Uniform Civil Code
সূত্রের খবর, ১ জুন শেষ দফার ভোটে (Loksabha Election 2024) ১ হাজার ৯০০ কিউআরটি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ৬০০ ক্যুইক রেসপন্স টিম মোতায়েন করা হবে কলকাতাতে। উপস্থিত থাকবে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে কলকাতায় ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।