Saturday, November 23, 2024
HomeদেশEuropean Commission President to visit India on April 24-25 দুই দিনের ভারত...

European Commission President to visit India on April 24-25 দুই দিনের ভারত সফরে আসছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: European Commission President to visit India on April 24-25 দুই দিনের ভারত সফরে আসছেন ইউরোপীয় কমিশনের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন। আগামী ২৪ ও ২৫ এপ্রিল আসছেন উরসুলা ভন। এটি তাঁর প্রথম সরকারি ভারত সফর। এই সফরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট।

রাষ্ট্রপতি ভবনে ফ্ল্যাগশিপ কনফারেন্স ‘রাইসিনা ডায়ালগস’-এ প্রধান অতিথি হিসেবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনকে আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লিখিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন তিনি। উরসুলা ভনের ভারত সফরের ব্যাপারে বিদেশমন্ত্রক জানিয়েছে যে, এই সফরের মাধ্যমে ভারত সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার দিকে নজর দেবে। European Commission President to visit India on April 24-25

বিদেশ মন্ত্রক বলেছে, ‘ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন একটি প্রাণবন্ত কৌশলগত অংশীদারিত্ব ভাগ করে নিয়েছে। যা রাজনৈতিক, ব্যবসা-বাণিজ্য, জলবায়ু, ডিজিটাল এবং প্রযুক্তিগত দিকগুলির পাশাপাশি জনগণের উন্নয়নের ক্ষেত্রে গভীর সহযোগিতা দৃঢ় করবে। ২০২১ সালের মে মাসে হওয়া ভারত-ইইউ নেতাদের বৈঠকেই বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত এবং অংশীদারিত্ব চালু করার সিদ্ধান্ত নতুন মাইলফলক স্থাপন করেছিল।’

European Commission President to visit India on April 24-25

আরও পড়ুন : Yogi Adityanath’s Instruction on Law and Order যথাযথ অনুমতি ছাড়া কোনও ধর্মীয় অনুষ্ঠান বা মিছিল করা যাবে না, ঘোষণা যোগী আদিত্যনাথের

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular