কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: SSC Recruitment Scandal এসএসসি মামলায় আপাতত স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই দফতরে হাজিরার নির্দেশে চার সপ্তাহের স্থগিতাদেশ দিল হাইকোর্ট। বুধবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী ১৩ মে মামলার পরবর্তী শুনানি হবে। আদালতের অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে তলব বা জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। আদালত জানিয়ে দিয়েছে আগামী ১৩ মে পর্যন্ত সিঙ্গল বেঞ্চের সমস্ত নির্দেশিকায় স্থগিতাদেশ জারি থাকল। তবে বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে তদন্ত কমিটি যেমন তদন্ত করছিল, সেই তদন্ত চলবে।
এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে আব্দুল গনি আনসারির দায়ের করা মামলায় এই নির্দেশ দেন বিচারপতি। গতকালই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান শিল্পমন্ত্রী তথা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয়।
SSC Recruitment Scandal
————
Published by Subhasish Mandal